হোম > প্রযুক্তি

যে কারণে এআই দিয়ে তৈরি ছবিটি ১৩ লাখ ডলারে বিক্রি হলো

অনলাইন ডেস্ক

অ্যালান টুরিংয়ের একটি বৃহৎ আকারের মৌলিক প্রতিকৃতি তৈরি করে ‘এআই ডা রোবট’। ছবি: সোথবির্স

ব্রিটিশ গণিতজ্ঞ, যুক্তিবিদ, এবং কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিংয়ের একটি চিত্র রেকর্ড ১৩ লাখ ডলারে (১০ লাখ পাউন্ডে) বিক্রি হয়েছে। তবে ছবিটি কোনো মানুষের আঁকা নয়। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মানবাকৃতি রোবট তৈরি করেছে।

বিখ্যাত আন্তর্জাতিক নিলাম ঘর বা অ্যাকশন হাউস সোথবির বলে, ‘এআই গড’ ডিজিটাল আর্ট নিলামের জন্য ২৭টি বিড বা প্রস্তাব জমা পড়েছিল। এটি ১ লাখ ২০ হাজার ডলার থেকে ১ লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হবে বলে অনুমান করা হয়েছিল।

কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার পথিকৃৎ ছিলেন গণিতজ্ঞ অ্যালান টুরিং এবং তিনি ‘কৃত্রিম বুদ্ধিমত্তার জনক’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। অ্যালান টুরিংয়ের একটি বৃহৎ আকারের মৌলিক প্রতিকৃতি তৈরি করে ‘এআই ডা রোবট’।

নিলাম ঘরটি জানিয়েছে, ঐতিহাসিক এই বিক্রয়টি বিশ্বব্যাপী শিল্প বাজারে একটি নতুন দিগন্তের সূচনা করে এবং এটি একটি মানবাকৃতি রোবটের আঁকা শিল্পকর্মের জন্য নিলামের নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে।

কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার পথিকৃৎ ছিলেন গণিতজ্ঞ অ্যালান টুরিং। ছবি: সোথবির্স

বিজ্ঞানী অ্যালান টুরিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্র বাহিনীর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কোড ভাঙতে এবং ব্লেচলি পার্কে বিখ্যাত ‘এনিগমা’ মেশিনকে ডিকোড করতে সহায়তা করেন। যুদ্ধের পর টুরিং আধুনিক ডিজিটাল কম্পিউটারের ডিজাইন তৈরি করেন।

সোথবির্স জানিয়েছে, গত বৃহস্পতিবার অনলাইন নিলামে একটি অজ্ঞাত ক্রেতার ‘শিল্পকর্মের অনুমানমূল্যকে অনেকটাই ছাড়িয়ে’ কিনে ছবিটি কিনে নিয়েছে।

নিলাম ঘরটি আরও বলে, মানবাকৃতি রোবট শিল্পী দ্বারা প্রথম শিল্পকর্মটির বিক্রয় মূল্য আধুনিক এবং সমসাময়িক শিল্পের ইতিহাসে একটি বিশেষ মুহূর্তকে চিহ্নিত করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও বৈশ্বিক শিল্প বাজারের মধ্যে বাড়তে থাকা সংযোগকে প্রতিফলিত করে।

এআই ডা রোবট কথা বলার জন্য একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষা মডেল ব্যবহার করে। রোবটটি চিত্রকর্মটি সম্পর্কে বলেছে, ‘আমার কাজের মূল্য হলো–এটি উদীয়মান প্রযুক্তি নিয়ে আলোচনা শুরু করার একটি উদ্দীপক হিসেবে কাজ করার ক্ষমতা।

রোবটটি বলেছে, ‘এই কাজটি দর্শকদের এআই এবং কম্পিউটিংয়ের ‘দেবতুল্য’ প্রকৃতি নিয়ে চিন্তা–ভাবনা করতে উদ্বুদ্ধ করবে। এসব প্রযুক্তির নৈতিক ও সামাজিক প্রভাব সম্পর্কে বিবেচনা করুক।’

এআই-ডা রোবট স্টুডিওর পরিচালক আদিন মেলার বলেন, ‘এই নিলামটি শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে এআই-ডা রোবট–এর চিত্রটি শিল্প বিশ্বের ও সামাজিক পরিবর্তনগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করে। কারণ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানশীল যুগের সঙ্গে মোকাবিলা করছি।’

তথ্যসূত্র: বিবিসি

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

স্মার্টফোনে বিশেষ ছাড় দিয়েও চীনে শীর্ষস্থান হারাল অ্যাপল

সেকশন