Ajker Patrika
হোম > প্রযুক্তি

মার্কিন সরকারকে অর্ধেক শেয়ার দিয়ে টিকটক-পারপ্লেক্সিটি এআই একীভূতের প্রস্তাব

অনলাইন ডেস্ক

মার্কিন সরকারকে অর্ধেক শেয়ার দিয়ে টিকটক-পারপ্লেক্সিটি এআই একীভূতের প্রস্তাব
পারপ্লেক্সিটি এআই ও টিকটক ইউএস একত্রিত হয়ে একটি নতুন সত্তা (কোম্পানি) তৈরি করবে। ছবি: ডিজাইন ট্যাক্সি কমিউনিটি

মার্কিন সরকারকে অর্ধেক শেয়ার দিয়ে টিকটকের সঙ্গে একীভূত হওয়ার নতুন প্রস্তাব দিল যুক্তরাষ্ট্রে স্টার্টআপ পারপ্লেক্সিটি এআই। সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে এসব তথ্য জানিয়ে সংবাদ সংস্থা রয়টার্স।

প্রস্তাব অনুযায়ী, পারপ্লেক্সিটি এআই ও টিকটক ইউএস একত্রিত হয়ে একটি নতুন সত্তা (কোম্পানি) তৈরি করবে। সেই সঙ্গে ভবিষ্যতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর সময় মার্কিন সরকার নতুন কোম্পানির ৫০ শতাংশ পর্যন্ত মালিকানা পাবে। উল্লেখ্য, বিনিয়োগে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাবলিক শেয়ার মালিকানার ভিত্তিতে একটি কোম্পানির জন্য টাকা উত্তোলন করাকে আইপিও বলা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিটি আরও জানিয়েছে, নতুন বিনিয়োগকারীদের সঙ্গে একটি পারপ্লেক্সিটির নথি শেয়ার করা হয়েছে, যেখানে একটি নতুন মার্কিন হোল্ডিং কোম্পানি ‘নিউকো’ তৈরির প্রস্তাব করা হয়েছে।

এই প্রস্তাব অনুযায়ী, টিকটকের যুক্তরাষ্ট্রের অংশে মার্কিন বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে বাইটড্যান্স, যার ফলে টিকটকের বর্তমান বিনিয়োগকারীরা সেই কোম্পানির শেয়ার পাবেন। প্রস্তাবে আরও বলা হয়েছে, টিকটকের মূল রিকমেন্ডেশন অ্যালগরিদম বাদ দেওয়া হবে। আর যদি ৩০০ বিলিয়ন ডলার বা তার বেশি মূল্য নিয়ে নতুন কোম্পানিটি পাবলিক হয়, তাহলে কোম্পানির ৫০ শতাংশ পর্যন্ত শেয়ার পাবে মার্কিন সরকার।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকার পর পুনরায় চালু হয় টিকটক। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, তিনি ক্ষমতায় ফিরে আসার পর অ্যাপটির দেশের মধ্যে প্রবেশাধিকার পুনরুদ্ধার করবেন।

গত শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি টিকটক কেনার বিষয়ে একাধিক ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে এই জনপ্রিয় অ্যাপটির ভবিষ্যৎ সম্পর্কে একটি সিদ্ধান্তে পৌঁছাবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের মতে, টিকটক কেনার জন্য আলোচনা শুরু করছে ওরাকল ও মাইক্রোসফটসহ বিনিয়োগকারীর একটি গ্রুপ। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে টিকটকের মালিক বাইটড্যান্সের সামান্য অংশীদারত্ব থাকবে। অ্যাপের অ্যালগরিদম, তথ্য সংগ্রহ প্রক্রিয়া ও সফটওয়্যার আপডেটগুলোর নিয়ন্ত্রণ করবে ওরাকল ও মাইক্রোসফট।

চীনের সঙ্গে টিকটকের সম্পর্ক নিয়ে আরও কঠোর নজরদারি শুরু করেছে মার্কিন সরকার। সম্প্রতি এক নির্বাহী আদেশের মাধ্যমে টিকটককে তাদের মার্কিন কার্যক্রম পুনর্গঠন করার জন্য ৭৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের কাছে বাইটড্যান্সকে বিক্রি করতে হবে না হলে শাস্তিমূলক পদক্ষেপের মুখে পড়তে হবে।

চলতি মাসের শুরুতে আরেক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছিল, বাইটড্যান্সকে একটি প্রস্তাব দিয়েছিল পারপ্লেক্সিটি, যেখানে তারা টিকটক ইউএসের সঙ্গে মিলে একটি নতুন কোম্পানি তৈরি করবে। এর মানে হচ্ছে, টিকটককে না কিনে একীভূত হয়ে নতুন একটি সত্তা (কোম্পানি) তৈরি করবে পারপ্লেক্সিটি।

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে দেখাবেন যেভাবে