অনলাইন ডেস্ক
৫জি চিপ তৈরির জন্য কোয়ালকমের সঙ্গে অ্যাপলের চুক্তির মেয়াদ বেড়েছে। এখন ২০২৬ সাল পর্যন্ত কোয়ালকম অ্যাপলের চিপ তৈরি করবে। এ জন্য গত মঙ্গলবার দুই কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, এই চুক্তি এমন এক সময়ে হলো, যখন চীনে উৎপাদনের বাঁধার মুখে পড়ছে অ্যাপল। পণ্যের সরবরাহ ঠিক রাখতে বিকল্প জায়গা উৎপাদনের উপায় খুঁজছে এই কোম্পানি।
এই চুক্তির ফলে তিন বছরে অ্যাপলকে শত শত কোটি ডলারের চিপ সরবরাহ করবে কোয়ালকম। অ্যাপল এর মধ্যে কম্পিউটারে নিজস্ব ডিজাইনের প্রসেসিং চিপ ব্যবহার শুরু করলেও চুক্তির মধ্য দিয়ে বুঝা যাচ্ছে, কোম্পানি এখনই নিজস্ব মডেম তৈরি করছে না অ্যাপল।
এদিকে চুক্তির খবরে কোয়ালকমের শেয়ারের দাম ৪ শতাংশ বেড়েছে। মডেম চিপ তৈরির নকশায় শীর্ষে আছে এই কোম্পানি। এই মডেমগুলো ফোনকে মোবাইল ডেটার সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। এদিকে অ্যাপলের শেয়ার শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৯ সালে অ্যাপল ও কোয়ালকম ৫জি চিপ তৈরির চুক্তিতে সই করে। চুক্তিটি এই বছরে শেষ হয়। নতুন আইফোন ১৫ সিরিজই হবে এই চুক্তির আওতায় অ্যাপলের তৈরি শেষ ফোন।
কোয়ালকম বলছে, কোম্পানিটি ২০২৬ সাল পর্যন্ত অ্যাপলের সব ফোনের চিপ সরবরাহ করবে। তবে কোম্পানিটি চুক্তির মূল্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। এই চুক্তিতে আগের মত ‘একই’ শর্ত রয়েছে। অ্যাপল বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।
ইউএসবিএসের বিশ্লেষকরা এক গবেষণাপত্রে বলেন, গত বছর অ্যাপলের কাছে ৭২৬ কোটি ডলারের চিপ বিক্রি করেছে কোয়ালকম।
২০২৩ সালের আইফোন সিরিজ কেমন হবে তা নিয়ে গত বছর ভবিষ্যতবাণী করেন কোয়ালকমের প্রধান আর্থিক কর্মকর্তা আকাশ পালখিওয়ালা। তিনি বলেন, নতুন আইফোনের বেশিরভাগ মডেলে কোয়ালকমের তৈরি মডেম থাকবে।