গুগল অ্যাসিস্ট্যান্টের জায়গা নিতে চলেছে গুগলের জনপ্রিয় এআই চ্যাটবট জেমিনি। চলতি বছরেই অ্যান্ড্রয়েড ডিভাইসে এই পরিবর্তন দেখা যাবে। গত শুক্রবার (১৪ মার্চ) এক ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে গুগল।
গুগল জানায়, ‘আগামী মাসগুলোতে অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে অ্যাসিস্ট্যান্ট থেকে আপগ্রেড করে জেমিনি দেওয়া হবে। শিগগিরই অধিকাংশ মোবাইল ডিভাইসে আর ব্যবহারযোগ্য থাকবে না অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাপ স্টোর থেকেও এটি ডাউনলোড করা যাবে না।
এ ছাড়া, ট্যাবলেট, গাড়ি ও ফোনের সঙ্গে সংযুক্ত ডিভাইস যেমন হেডফোন এবং ওয়াচগুলোতেও জেমিনি আপগ্রেড করা হবে। জেমিনির মাধ্যমে নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে হোম ডিভাইসগুলিতে, যেমন: স্পিকার, ডিসপ্লে ও টিভিতে।
গুগল আরও জানিয়েছে, এর আগে অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীরা যেসব সুবিধা উপভোগ করতেন, সেসব ফিচার জেমিনিতে আরও উন্নতভাবে পাওয়া যাবে। উদাহরণস্বরূপ, অ্যান্ড্রয়েড ডিভাইসে জেমিনিতে এখন প্লে মিউজিক, টাইমার সেট করা এবং লক স্ক্রিন থেকে সরাসরি অ্যাকশন নেওয়ার মতো কিছু জনপ্রিয় ফিচার যুক্ত করা হয়েছে।
তবে জেমিনি আপগ্রেড করা পর্যন্ত অ্যান্ড্রয়েডে অ্যাসিস্ট্যান্ট চালু থাকবে। সে পর্যন্ত ফোন, ট্যাবলেট, স্মার্ট ঘড়িসহ বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে।
পরবর্তী কয়েক মাসে জেমিনির বিস্তারিত তথ্য শেয়ার করবে ব্যবহারকারীদের সঙ্গে। গুগল জানিয়েছে, তাদের নতুন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জেমিনি অনেক বেশি উন্নত প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা ব্যবহারকারীদের তথ্যপ্রাপ্তি ও সহায়তা পাওয়ার অভিজ্ঞতাকে আরও সহজ এবং দ্রুত করবে।
এ ছাড়া, পিক্সেল ৯ সিরিজে জেমিনিকে ডিফল্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে লঞ্চ করেছিল গুগল।
যেসব ডিভাইসে যেগুলো আগামী মাসগুলোতে জেমিনিতে আপগ্রেড হবে, সেগুলোর জন্য মূলত নিম্নলিখিত শর্তাবলি থাকতে হবে—
মোবাইল ফোন: কমপক্ষে ২ জিবি র্যাম।
অ্যান্ড্রয়েড: অ্যান্ড্রয়েড ১০ বা তার পরে কোন সংস্করণ থাকতে হবে।
আইফোন: আইওএস ১৬ বা তার পরের সংস্করণের আইফোন।
এই ডিভাইসগুলোর ব্যবহারকারীরা শিগগিরই জেমিনির উন্নত বৈশিষ্ট্য উপভোগ করতে পারবেন।