হোম > প্রযুক্তি

ইউটিউব শর্টসের ব্যাকগ্রাউন্ড এআই দিয়ে তৈরি করা যাবে 

অনলাইন ডেস্ক

বিভিন্ন পণ্য ও সেবায় উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করছে গুগল। এখন ইউটিউব শর্টসেও এআইভিত্তিক ‘ড্রিম স্ক্রিন’ ফিচার যুক্ত করবে এই টেক জায়ান্ট। এর ফলে এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি ও ভিডিও ভিডিওয়ের ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবে ক্রিয়েটরার। 
 
ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে সীমিত সংখ্যক ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। ইউটিউবের সাপোর্ট পেজে ফিচারটি সম্পর্কে জানিয়েছে ইউটিউব। ফিচারটি ‘ড্রিম স্ক্রিন’ নামে অভিহিত করছেন ব্যবহারকারীরা। এই ফিচার অনেকটা ‘গ্রিন স্ক্রিনের’ মতো কাজ করে। এআইকে বিভিন্ন নির্দেশনা দিয়ে পছন্দের মতো ছবি ও ভিডিও যুক্ত করে নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবে। ক্রিয়েটররা এসব ব্যাকগ্রাউন্ড শর্টসের ভিডিওয়ের সঙ্গে জুড়ে দিতে পারবে। 

ফিচারটি সম্পর্কে ইউটিউব বলেছে, ‘আপনি যদি আপনার পরবর্তী শর্টসের ব্যাকগ্রাউন্ডে মন্ত্রমুগ্ধ রংধনুসহ ফুলের বন বা একটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপে অভিনব হোটেল পুল দেখাতে চান তাহলে টুলটিতে ‘‘অনুমোদিত রংধনু ফুলের বন’’ বা ‘‘ক্রান্তীয় দ্বীপে অভিনব হোটেল পুল’’ টাইপ করুন ও এরপর আপনার কল্পনা জীবন্ত রূপে ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে।’ 

ফিচারটি আপনার ইউটিউব অ্যাকাউন্টে রয়েছে কিনা তা জানতে ইউটিউবের শর্টস ক্রিয়েটরের গ্রিন স্ক্রিন মেনু খুঁজতে হবে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড তৈরির জন্য ইংরেজিতে বিভিন্ন নির্দেশনা দিতে হবে। ফিচারটি খুব সহজে ব্যবহার করা যায়। 

টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য শর্টসের ওপর গুরুত্ব দিচ্ছে ইউটিউব। তাই এআইভিত্তিক বিভিন্ন ফিচার যুক্ত করে ক্রিয়েটরদের আকৃষ্ট করার চেষ্টা করছে গুগল। 

তবে ফিচারটি সবার জন্য চালু হবে নাকি তা নিশ্চিতভাবে জানা যায়নি। কারণ পরীক্ষামূলক অনেক ফিচার পরবর্তীতে বাদ দেওয়া হয়। 
 
ড্রিম স্ক্রিন ছাড়াও ‘ড্রিম ট্র্যাক’ নামের নতুন ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে ইউটিউব। এর মাধ্যমে ক্রিয়েটররা ৩০ সেকেন্ডের সাউন্ডট্র্যাক তৈরি করতে পারবে। এআই দিয়ে জনপ্রিয় তারকাদের নকল কণ্ঠ এসব সাউন্ডট্র্যাকে ব্যবহার করা যাবে। 

এ ছাড়া ইউটিউব মিউজিকে কাস্টম প্লে লিস্ট তৈরি করার জন্য গত বছর একটি এআই ফিচার যুক্ত করে গুগল। 

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হবে, তবু ‘বিক্রি নয়’

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

স্মার্টফোনে বিশেষ ছাড় দিয়েও চীনে শীর্ষস্থান হারাল অ্যাপল

কর্মদক্ষতার বিচারে ৩৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা

সেকশন