Ajker Patrika
হোম > প্রযুক্তি

প্রথম বৈদ্যুতিক এসইউভি বাজারে আনল শাওমি, দাম ৩৩ লাখ টাকা

অনলাইন ডেস্ক

প্রথম বৈদ্যুতিক এসইউভি বাজারে আনল শাওমি, দাম ৩৩ লাখ টাকা

নিজেদের প্রস্তুত করা প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি ও টেক জায়ান্ট শাওমি। আজ শুক্রবার থেকে এসইউ ৭ ও এসইউ ৭ ম্যাক্স নামের দুটি মডেলের গাড়ির বিক্রিও শুরু হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

এসইউ ৭ মডেলের প্রতিটি গাড়ির দাম ২ লাখ ১৫ হাজার ৯০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৮১ হাজার ৭৩৫ টাকা) এবং এসইউ ৭ ম্যাক্স মডেলের প্রতিটির দাম ২ লাখ ৯৯ হাজার ৯০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৪৫ লাখ ৫৮ হাজার ৫৫৬ টাকা) হেঁকেছে শাওমি।

কোম্পানির শীর্ষ নির্বাহী লেই জুন বিবিসিকে জানান, ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তাঁরা। আজ শুক্রবার সকালে মডেল দুটি বিক্রির জন্য উন্মুক্ত করার পর প্রথম ২৭ মিনিটে ক্রেতাদের কাছ থেকে ৫০ হাজারেরও বেশি অর্ডার এসেছে বলেও উল্লেখ করেছেন তিনি।

অর্থনীতি ও বাণিজ্য বিশ্লেষকদের মতে, বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বাড়তে থাকায় বর্তমানে বৈদ্যুতিক গাড়ি একটি উদীয়মান শিল্প। এত দিন এই বাজারে প্রায় একচেটিয়া ব্যবসা চালিয়ে আসছে মার্কিন কোম্পানি টেসলা এবং চীনা কোম্পানি বিওয়াইডি। শুক্রবার নিজেদের গাড়ি লঞ্চিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই বাজারে প্রবেশ করল শাওমি।

চীনের অভ্যন্তরীণ বাজারে অবশ্য টেসলার গাড়ির ব্যাপক চাহিদা রয়েছে। টেসলার মডেল ৩ জেনারেশনের যেসব গাড়ি চীনের বাজারে সহজলভ্য, সেসবের মধ্যে সবচেয়ে সস্তাটির দাম ২ লাখ ৪৫ হাজার ৯০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৩৭ লাখ ৩৭ হাজার ৭৪৩ টাকা)।

শাওমির নতুন ইভি বা বিদ্যুৎচালিত গাড়ি। ছবি: শাওমিলেই জুন জানান, কোম্পানি পোরর্শের দুই স্পোর্টসকার মডেল টায়ক্যান এবং প্যানামেরার আদলে তৈরি করা হয়েছে এসইউ ৭ এবং এসইউ ৭ ম্যাক্স। দু’টি গাড়িররই ন্যূনতম রেঞ্জ ৭০০ কিলোমিটার, যেখানে টিসলার মডেল ৩ জেনারেশনের গাড়িগুলোর ন্যূনতম রেঞ্জ ৫৬৭ কিলোমিটার। অর্থাৎ একবার পূর্ণ চার্জে এই পরিমাণ পথ পাড়ি দিতে পারে।

কোম্পানিটি আশা করছে, শিগগিরই এই গাড়ির অপারেটিং সিস্টেমের সঙ্গে স্মার্টফোন, ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে।

প্রসঙ্গত, শাওমি বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি। প্রতি বছর বিশ্ব বাজারে যত স্মার্টফোন বিক্রি হয়, তার ১২ শতাংশই সরবরাহ করে শাওমি।

২০২২ সালে প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ঘোষণা দেয় শাওমি। বিবিসিকে লেই জুন জানান, শিগগিরই চীনের রাষ্ট্রায়ত্ত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএআইসির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে তাঁদের কোম্পানি। চুক্তিটি স্বাক্ষর হলে বিএআইসির বেইজিং প্ল্যান্টের দায়িত্ব পাবে শাওমি। এই প্ল্যান্টটিতে প্রতি বছর গড়ে ২ লাখ গাড়ি প্রস্তুত করা হয়।

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়

বিশ্বের দামি ১০ মোবাইল ফোন

স্কাইপ থেকে মাইক্রোসফট টিমস