হোম > প্রযুক্তি

ডায়াপার পরে পৃথিবীতে ফিরলেন সেই ৪ মহাকাশচারী

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টয়লেট ভেঙে যাওয়ায় পৃথিবীতে ফেরার জন্য ডায়পার পরে মহাকাশে অপেক্ষা করছিলেন চার মহাকাশচারী। মার্কিন স্থানীয় সময় সোমবার ওই মহাকাশচারীরা স্পেসএক্সের মহাকাশ যানে চড়ে পৃথিবীতে ফিরেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

মহাকাশে থেকে পৃথিবীতে ফেরা ওই নভোচারীরা হলেন—মেগান ম্যাকআর্থারও জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট। 

জানা গেছে, এই চার মহাকাশচারীই ছয় মাস ধরে ছিলেন মহাকাশে। সেখানে তাঁরা ভরশূন্য অবস্থায় বিভিন্ন গবেষণা চালানোর জন্য গিয়েছিলেন। গত সপ্তাহে ওই চার মহাকাশচারীকে পৃথিবীতে আসার কথা ছিল। কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ থাকায় তাঁদের সঠিক সময় ফেরা সম্ভব হয়নি। এর মধ্যে পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে টয়লেট ভেঙে যাওয়ায় ডায়াপার পরে পৃথিবীতে ফেরার অপেক্ষা করছিলেন ওই মহাকাশচারীরা।

ওই চারজন মহাকাশচারীদের পৃথিবীতে ফিরে আসার বিষয়ে নাসার পক্ষ থেকে বলা হয়, মেক্সিকো উপসাগর মার্কিন স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৩৩ মিনিটে স্পেস এক্সের ক্রু-২ রকেটে চড়ে পৃথিবীতে ফেরেন।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন