হোম > প্রযুক্তি

বিএমডব্লিউ-জাগুয়ারে নিষিদ্ধ চীনা কোম্পানির যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ  

অনলাইন ডেস্ক

বিএমডব্লিউ, জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) ও ভক্সওয়াগনের (ভিডব্লিউ) মতো গাড়িতে নিষিদ্ধ চীনা কোম্পানির তৈরি যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ উঠেছে। মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সিনেট ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান রন ওয়াইডেনের সহকর্মীদের ওই রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আমদানিকৃত বিএমডব্লিউর ৮ হাজার মিনি কুপার গাড়িতে নিষিদ্ধ চীনা কোম্পানি সিচুয়ান জিঙ্গুয়েইদা টেকনোলিজ গ্রুপের (জেডব্লিউডি) তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। সিনেট ফাইন্যান্স কোম্পানির এক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে।

ডেমোক্র্যাট সিনেটর ও কমিটির চেয়ারম্যান রন ওয়াইডেন বলেন, ‘গাড়ি কোম্পানিগুলোর নিজস্ব তদারকি ব্যবস্থা স্বচ্ছভাবে কাজ করছে না।’

রন ওয়াইডেন ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার সিকিউরিটি এজেন্সিকে এসব ক্ষেত্রে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন। তাঁর কথা হলো, চীনের যেসব কোম্পানি জোরপূর্বক শ্রম ব্যবহার করে এসব পণ্য উৎপাদন করছে, তাদের উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না। চীনের কোম্পানিগুলোর এই জোরপূর্বক শ্রম ব্যবহারের বিষয়টিকে তিনি লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাগুয়ার ল্যান্ড রোভার এমন কিছু যন্ত্রাংশ আমদানি করেছে, যেখানে জেডব্লিউডি নামের এক কোম্পানির তৈরি উপাদান ব্যবহার করা হয়েছে; এই জেডব্লিউডি নিষিদ্ধ কোম্পানি হিসেবে তালিকাভুক্ত।

আরও বলা হয়েছে, জাগুয়ার ল্যান্ড রোভার সেসব যন্ত্রাংশ চিহ্নিত করতে পেরেছে এবং জেডব্লিউডির উপাদানে তৈরি যন্ত্রাংশ ধ্বংস করে ফেলা হচ্ছে।

গত ফেব্রুয়ারি মাসে ভক্সওয়াগন জানায়, তাদের পোরশে ও বেন্টলি সিরিজের কিছু গাড়ি কর্তৃপক্ষ বাজারে নামাতে দেয়নি। অভিযোগ, এসব গাড়িতে কিছু যন্ত্রাংশ আছে, যেগুলো যুক্তরাষ্ট্রের জোরপূর্বক শ্রম নিরোধ আইন লঙ্ঘন করে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভক্সওয়াগন নিজে থেকে কর্তৃপক্ষকে এ বিষয় সম্পর্কে অবগত করেছে। মার্কিন কংগ্রেস ২০২১ সালে উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট (ইউএফএলপিএ) পাস করে। এ আইন করার উদ্দেশ্য হলো, চীনের উত্তর পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর সম্প্রদায়ের মানুষকে ইচ্ছার বিরুদ্ধে শ্রম দিতে বাধ্য করে যেসব পণ্য তৈরি করা হয়েছে, সেগুলো যেন যুক্তরাষ্ট্রে না আসে।

চীনের জেডব্লিউডি কোম্পানিকে ইউএফএলপিএতে অন্তর্ভুক্ত করা হয়েছে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। অর্থাৎ, এই কোম্পানির পণ্য জোরপূর্বক শ্রমে তৈরি করা হয়েছে বলে মার্কিন প্রশাসন মনে করে।

চীন সরকারের বিরুদ্ধে অভিযোগ, উইঘুর সম্প্রদায়ের ১০ লাখের বেশি মানুষকে বন্দী করে রাখা হয়েছে এবং তাঁদের জোরপূর্বক শ্রমে বাধ্য করা হচ্ছে। যদিও চীনের কর্তৃপক্ষ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের তথাকথিত উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট জোরপূর্বক শ্রম আদায়ের বিষয়ে নয়, বরং বেকারত্ব সৃষ্টির চক্রান্ত। এটি কোনোভাবেই মানবাধিকার রক্ষা করে না। মানবাধিকারের অজুহাতে জিনজিয়াংয়ের জনগণের জীবন ও কর্মসংস্থানের অধিকার ছিনিয়ে নিতে চায়।’

ওয়াং ওয়েনবিন আরও বলেন, ‘চীন এমন অ্যাক্টের তীব্র নিন্দা করে এবং কঠোরভাবে এর বিরোধিতা করে। আমরা চীনা প্রতিষ্ঠানের আইনগত অধিকার ও স্বার্থ রক্ষার্থে সকল ব্যবস্থা নেব।’

এ অভিযোগে বিষয়ে বিএমডব্লিউ বিবিসিকে বলেছে, ‘আমাদের কর্মী নিয়োগ, মানবাধিকার রক্ষা এবং কর্ম পরিবেশ সম্পর্কিত কঠোর নিয়ম এবং নীতি রয়েছে। আমাদের সব সরবরাহকারীদের এসব অবশ্যই মেনে চলতে হবে। এরই মধ্যে বায়না দেওয়া যন্ত্রাংশের আমদানি বন্ধের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আর যেসব মোটরগাড়িতে চীনা যন্ত্রাংশ লাগানো হয়েছে সেগুলো বদলে দেওয়া হবে।’

জাগুয়ার ল্যান্ড রোভার বিবিসিকে বলেছে, প্রতিষ্ঠানটি মানবাধিকার এবং জোরপূর্বক শ্রম আদায়ের সমস্যাকে গুরুত্ব সহকারে নিয়েছে। তাঁদের মানবাধিকার সুরক্ষা এবং দাসপ্রথা বিরোধী কার্যক্রম চলমান রয়েছে।’

ভিডব্লিউ তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাঁড়া দেয়নি।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন