Ajker Patrika
হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ও আইফোনে এসএমএস শিডিউল করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক

অ্যান্ড্রয়েড ও আইফোনে এসএমএস শিডিউল করবেন যেভাবে 

ব্যস্ততার কারণের অনেক সময় খুদে বার্তা বা এসএমএস শিডিউল করে রাখার প্রয়োজনীতা দেখা দেয়। এর মাধ্যমে একটি নিদির্ষ্ট সময়ে বার্তাগুলো প্রাপকের কাছে কাছে স্বয়ক্রিয়ভাবে পৌঁছে যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই এসএমএম শিডিউল করা যায়।

আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এসএমএস শিডিউল করা সহজ। তবে ফিচারটি কীভাবে ব্যবহার করতে হয় তা অনেকের অজানা। তাই অ্যান্ড্রয়েড ও আইফোনে এসএমএস শিডিউল করার প্রক্রিয়াটি তুলে ধরা হলো—

অ্যান্ড্রয়েড এসএমএস শিডিউল করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ম্যাসেজিং অ্যাপে প্রবেশ করুন। 
২. এরপর পছন্দের মতো এসএমএস টাইপ করুন। 
৩. মেসেজটি পাঠানোর জন্য নিচের দিকে ডান পাশে থাকা সেন্ড আইকোনে (কাগজের প্লেন) ট্যাপ করতে হয়। তবে মেসেজ শিডিউলের জন্য এই আইকোনের ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হয়। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে। 
৪. মেনু থেকে সময় নির্বাচন করুন বা নিজের সুবিধামতো সময় নির্বাচন করুন। এ জন্য ‘পিক ডেট অ্যান্ড টাইম’ অপশনটি নির্বাচন করুন। 
৫. এরপর ক্যালেন্ডার থেকে দিনটি নির্বাচন করে নেক্সট বাটনে ট্যাপ করুন। 
৬. ঘড়ি থেকে সময় নির্বাচন করে আবার নেক্সট বাটনে ট্যাপ করুন। 
৭. আপনার সেট করার সময় ও দিনটি নিশ্চিত করার জন্য একটি পপ আপ মেনু দেখানো হবে। এর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন। 

এভাবে আপনার এসএমএসটি শিডিউল হয়ে যাবে। নির্দিষ্ট দিন ও সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এসএমএসটি পাঠানো হবে। 

আইফোনে এসএমএস শিডিউল করবেন যেভাবে
আইমেসেজ থেকে সরাসরি এসএমএস শিডিউল করা যায় না। তবে আইফোনের শর্ট কাট অ্যাপ ব্যবহার করে এই কাজ করা যায়। অ্যাপটি আইওএস ১৩ ও পরবর্তী অপারেটিং সিস্টেমগুলোর আইফোনে ব্যবহার করা যায়। অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করতে হবে। 
১. ফোনের শর্টকাট অ্যাপটি চালু করুন। 
২. পেজের নিচের দিকে থাকা ‘অটোমেশন’ ট্যাবটি নির্বাচন করুন। 
৩. এর আগে কোনো অটোমেশন (শিডিউল) তৈরি করে না থাকলে ‘Create Personal Automations’–এ ট্যাপ করুন। 
আগে থেকেই কোনো অটোমেশন তৈরি করা থাকলে এই অপশন দেখা যাবে না। এ জন্য ওপরের ডান দিকে কোনায় থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন ও এরপর ‘Create Personal Automation’ অপশনে ট্যাপ করুন। 
৪. ‘Time of Day’ অপশনটি নির্বাচন করুন। 
৫. দিন ও সময় নির্বাচন করুন। 
৬. এরপর মেসেজটি প্রতি মাসে না একবারেই পাঠানো হবে তা নির্বাচন করুন। 
৭. পরের পেজের ‘এড অ্যাকশন’ বাটনে ট্যাপ করুন। 
৮. অ্যাকশন মেনুতে সেন্ড মেসেজ সেকশন থেকে যাকে মেসেজ পাঠাতে চান তাকে নির্বাচন করুন। এরপর ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন। 
৯. এরপর এসএমএসটি টাইপ করুন ও আবার নেক্সট বাটনে ট্যাপ করুন। 
১০. সময় ও দিনটি পুনরায় চেক করে ‘Ask Before Running’ এর পাশের টগল বাটনটি ট্যাপ করুন। এর ফলে কোনো নোটিফিকেশন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ওই সময়ে মেসেজটি চলে যাবে।

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার

যুক্তরাজ্যে এআই কপিরাইট আইনের প্রতিবাদে ১ হাজার শিল্পীর অ্যালবাম প্রকাশ

বিনা মূল্যে ব্যবহার করা যাবে মাইক্রোসফট অফিস

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

গুগল মেসেজে পাঠানো যাবে এইচডি ছবি

জালিয়াতিতেও ব্যবহৃত হচ্ছে চ্যাটজিপিটি, অনেক অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ওপেনএআই

হোয়াটসঅ্যাপে লেখার সৌন্দর্য বাড়াবেন যেভাবে

রমজান মাসে প্রযুক্তির ব্যবহার

যে গ্রামের প্রায় সবাই ইউটিউবার

ভূমিকম্প প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার