তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর কোম্পানি মিডিয়াটেকের সঙ্গে চুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্ট গুগল। এই চুক্তি বাস্তবায়িত হলে আগামী বছর থেকে গুগল তার ‘টেনসর প্রসেসিং ইউনিট’ভিত্তিক (টিপিইউ) পরবর্তী সংস্করণের এআই চিপ তৈরিতে মিডিয়াটেকের সাহায্য নেবে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে মার্কিন প্রযুক্তি সংবাদপত্র ‘দ্য ইনফরমেশন’ এ তথ্য জানিয়েছে।
তবে, ব্রডকমের সঙ্গে তার সম্পর্ক শেষ করেনি গুগল। গত কয়েক বছর ধরে একচেটিয়া ভাবে গুগলের এআই চিপ ডিজাইন করে আসছিল ব্রডকম।
এদিকে নতুন চুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি গুগল, মিডিয়াটেক এবং ব্রডকম।
এনভিডিয়ার মতো নিজস্ব এআই সার্ভার চিপ ডিজাইন করে গুগল, যা তারা অভ্যন্তরীণ গবেষণা ও উন্নয়নের জন্য ব্যবহার করে এবং ক্লাউড গ্রাহকদের ভাড়া দেয়।
গুগলকে এআই প্রতিযোগিতায় একটি প্রতিদ্বন্দ্বিতামূলক সুবিধা প্রদান করবে এই চুক্তি। কারণ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো, যেমন মাইক্রোসফট-সমর্থিত ওপেনএআই ও মেটা প্ল্যাটফর্ম এনভিডিয়ার চিপের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
গত বছরের শেষের দিকে গুগল তার ষষ্ঠ প্রজন্মের টিপিইউ চালু করেছিল, যাতে এনভিডিয়ার চিপগুলোর বিকল্প হিসেবে নিজেকে এবং তার ক্লাউড গ্রাহকদের সুবিধা প্রদান করা যায়।
গুগলের টিপিইউ কৌশল ইতিমধ্যেই তাকে একটি শক্তিশালী অবস্থানে রেখেছে, কারণ তার একটি স্বনির্ভর এআই হার্ডওয়্যার ইকোসিস্টেম রয়েছে। এখন, মিডিয়াটেকের সঙ্গে কিছু ডিজাইন কাজ ভাগ করে নেওয়ার মাধ্যমে খরচ কমাতে পারবে গুগল। নিজের এআই চিপে বিপুল পরিমাণে বিনিয়োগের মাধ্যমে এবং বিভিন্ন ডিজাইন অংশীদারত্বের সঙ্গে কাজ করে চিপ সরবরাহ সংক্রান্ত সমস্যা এড়াতে পারছে কোম্পানিটি। এভাবে তার এআই অবকাঠামোও শক্তিশালী করছে গুগল।
তাইওয়ানের আরেক কোম্পানি টিএসএমসির সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক থাকায় মিডিয়াটেককে নির্বাচন করেছে গুগল। সেই সঙ্গে ব্রডকমের তুলনায় কম দামেই গুগলকে চিপ সরবরাহ করে।
এআই সেমিকন্ডাক্টর আয়ের পরিমাণের ভিত্তিতে গবেষণা প্রতিষ্ঠান ‘ওমডিয়া’ জানিয়েছে, গুগল গত বছর টিপিইউ তৈরিতে প্রায় ৬ থেকে ৯ বিলিয়ন ডলার খরচ করেছে।