Ajker Patrika
হোম > প্রযুক্তি

বৈদ্যুতিক গাড়ি বোল্টের ব্যাটারিতে ত্রুটি, মুনাফা কমল এলজির 

অনলাইন ডেস্ক

বৈদ্যুতিক গাড়ি বোল্টের ব্যাটারিতে ত্রুটি, মুনাফা কমল এলজির 

দক্ষিণ কোরিয়ার ব্যাটারি প্রস্তুতকারী কোম্পানি এলজি এনার্জি সলিউশন্স চলতি অর্থবছরের এপ্রিল-জুন সময়ে প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারেনি। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশের পর এলজির শেয়ারের দাম ৭ শতাংশ কমেছে। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, জেনারেল মোটরসের বৈদ্যুতিক গাড়ি বোল্টের ত্রুটিপূর্ণ ব্যাটারি পাল্টানোর জন্য অপ্রত্যাশিত ব্যয় এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে এই গাড়ির বড় বাজার ইউরোপ ও চীনে চাহিদা কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জেনারেল মোটরসের বৈদ্যুতিক গাড়ি বোল্টের ব্যাটারি সরবরাহ করে এলজি এনার্জি সলিউশন্স। অগ্নি নিরাপত্তা ঝুঁকির কারণে এই কোম্পানির গাড়ি বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এর জন্য এলজি এনার্জি সলিউশন্সকে ব্যাটারি প্যাক ও মডিউল পাল্টানোর জন্য ১৫ কোটি ১০০ ওন এককালীন বাড়তি খরচ হয়েছে।  

রয়টার্সের বিশ্লেষণী সংস্থা রেফিনিটিতের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় ত্রৈমাসিকে এলজির ৬৪ হাজার ১০০ কোটি ওন (কোরিয়ার মুদ্রা) বা ৩৬ কোটি ৩০ লাখ ডলার মুনাফার করার লক্ষ্য ছিল। কিন্তু বাস্তবে ৪৬ কোটি ১০০ ওন মুনাফা হয়েছে। লক্ষ্যের চেয়ে কম হলেও মুনাফার এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ১৯ হাজার ৬০০ কোটি ওন বেশি।

জেনারেল মোটরস ও টেসলার মতো শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিগুলো বলছে, ইউরোপ ও চীনে বৈদ্যুতিক গাড়ির বিক্রি আগের চেয়ে কমে যাচ্ছে। 

এলজির প্রধান আর্থিক কর্মকর্তা লি চ্যাং-সিল বলেছেন, উচ্চ মূল্যস্ফীতির মতো অর্থনৈতিক অবস্থার কারণে ইউরোপে বৈদ্যুতিক গাড়ি ধীর গতিতে বিক্রি হচ্ছে। এলজির মতে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমেনি।

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়

বিশ্বের দামি ১০ মোবাইল ফোন

স্কাইপ থেকে মাইক্রোসফট টিমস

ধর্মীয় চর্চায় এআইয়ের ব্যবহার