Ajker Patrika
হোম > প্রযুক্তি

সেপ্টেম্বরে আসছে স্ন্যাপচ্যাট ও মেটার অগমেন্টেড রিয়েলিটির চশমা 

অনলাইন ডেস্ক

সেপ্টেম্বরে আসছে স্ন্যাপচ্যাট ও মেটার অগমেন্টেড রিয়েলিটির চশমা 

প্রযুক্তির জগতে একটি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী মাসে। কারণ সেপ্টেম্বরের দুটি পৃথক অনুষ্ঠানে অগমেন্টেড রিয়েলিটির (এআর) চশমা উন্মোচন করবে প্রতিদ্বন্দ্বী কোম্পানি স্ন্যাপচ্যাট ও মেটা। ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে বাস্তব দুনিয়ার মেলবন্ধন তৈরি করে দৈনন্দিন কাজকর্মকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে এআর চশমাগুলো। গেমিং, সামাজিক যোগাযোগ এবং দৈনন্দিন জীবনযাত্রার নানা ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা যোগ করতে পারে এই প্রযুক্তি। তাই পণ্যগুলো প্রযুক্তির জগতে একটি বিশাল পরিবর্তন এনে দিতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। 

আগামী ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্ন্যাপচ্যাটের বার্ষিক অংশীদারত্ব সামিট অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে কোম্পানিটির সিইও ইভান স্পিগেল ৫ম প্রজন্মের এআর চশমার উদ্বোধন করবেন। এর এক সপ্তাহ পর আগামী ১২ সেপ্টেম্বর মেটার কানেক্ট কনফারেন্সে সিইও কোম্পানিটির প্রথম এআর চশমা উন্মোচন করবেন মার্ক জাকারবার্গ। মেটার এই চশমার কোডনেম হলো ‘ওরিয়ন’। 
 
তবে উভয় কোম্পানির ডিভাইসগুলোর কোনোটিই সাধারণ গ্রাহকেরা কিনতে পারবে না। কারণে এগুলো সীমিত পরিমাণে তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট সংখ্যক ডেভেলপারদের কাছে সরবরাহ করা হবে। 

স্ন্যাপচ্যাট ১০ হাজার ইউনিটের কম এআর চশমা তৈরি করছে এবং মেটা এর চেয়েও কমসংখ্যক ওরিয়ন চশমা উৎপাদন করেছে। উন্নত প্রযুক্তির এসব ডিভাইস উৎপাদনের খরচ বেশি হওয়ায় কোম্পানি দুটি কমসংখ্যক এআর চশমা তৈরি করছে। প্রতি ইউনিট তৈরির জন্য স্ন্যাপচ্যাটকে কয়েক হাজার ডলার খরচ করতে হয়েছে, আর ওরিয়ন চশমার প্রযুক্তির বিকাশে মেটাকে কোটি কোটি ডলার খরচ করতে হয়েছে বলে জানা গেছে। 

সাধারণ মানুষের কাছে এআর চশমাগুলোর গ্রহণযোগ্যতা বাড়াতে কোম্পানি দুটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আগের সংস্করণগুলোর চেয়ে নতুন ডিভাইসগুলোর বিভিন্ন ফিচার আরও উন্নত করা হয়েছে। যেমন: এগুলোতে আরও বড় ডিসপ্লে দেওয়া হয়েছে ও ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে। 

মেটার সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থ দাবি করেছেন যে, ওরিয়ন চশমাগুলোতে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে দেখাবেন যেভাবে