মইনুল হাসান, ফ্রান্স
২০২৭ সালের শেষের দিকে বা ২০২৮ সালের প্রথম দিকে মহাসমুদ্রে ভেসে বেড়াবে অদ্ভুত আকার ও আকৃতির উল্লম্ব এক জাহাজ। একটু দূর থেকে দেখলে মনে হবে, লম্বা একটি স্তম্ভ পানি ফুঁড়ে আকাশের দিকে মাথা তুলে আছে। লম্বায় ৫৭ মিটার বা ১৮০ ফুট উল্লম্ব নৌযানটির ৩০ মিটার বা প্রায় ১০০ ফুট অংশ থাকবে পানির নিচে। মোট ১২টি তলায় বিভক্ত বিশাল এবং সুচিন্তিত স্থাপনাটির ওজন ৫৫০ টন। ১৫০ কোটি ইউরো বাজেটের এমন বিস্ময়কর নৌযানকে বিজ্ঞানীরা সাধারণ নৌযান বলতে নারাজ। তাঁরা বলেছেন, এটি একটি পর্যবেক্ষণ ও অনুসন্ধান প্ল্যাটফর্ম এবং অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত একটি ভাসমান গবেষণাগার। সৌরশক্তিচালিত ভাসমান এ গবেষণাগারে মোট ২৪ জন নাবিক, গবেষক এবং প্রযুক্তিবিদের দীর্ঘদিন বসবাসের ব্যবস্থা রয়েছে। এটি মহাশূন্যে স্পেস স্টেশনের আদলে বিশ্বের প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক মহাসাগর স্টেশন। এর নাম দেওয়া হয়েছে ‘সিঅরবিটার’।
১৯৯৫ সালে আমাদের সৌরজগতের বাইরে প্রথম গ্রহটি আবিষ্কারের পরে গত তিন দশকে ৪ হাজার নক্ষত্র পরিবার তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা এ পর্যন্ত ৬ হাজারের বেশি গ্রহের সন্ধান পেয়েছেন। এসব গ্রহের মধ্যে অনেকগুলো মানুষের বসবাসের উপযোগী বলে অনুমান করা হয়। মানুষ যখন অন্য গ্রহে পাড়ি দেওয়ার চিন্তা করছে, সে সময় একজন ফরাসি নৌ স্থপতি, জ্যাক রুজেরি (জন্ম: ১৯৪৫) মনে করছেন, মানুষের ভবিষ্যৎ ঠিকানা মহাসমুদ্রে। তিন দশক ধরে সমুদ্রের তলদেশে মানুষের বসবাসের জন্য বাড়ি ঘর, নগরীর নকশা তৈরি করে চলছেন তিনি।
অনেকের মতো তিনি মনে করেন, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করলেও প্রায় অসীম দূরত্বের কোনো গ্রহে পাড়ি জমানোর মতো প্রযুক্তি খুব শিগগির মানুষের হাতে ধরা দিচ্ছে না। তার ওপর মহাকাশ গবেষণায় অর্থায়নে উন্নত দেশগুলো যতটা উদার, ঠিক ততটাই অনুদার আমাদের চমৎকার নীলগ্রহটিকে মানুষের বসবাসের উপযোগী রাখার গবেষণায় অর্থ বরাদ্দে। আমরা দূর মহাকাশ সম্পর্কে যতটুকু জানি, তার থেকে অনেক কম জানি পৃথিবী সম্পর্কে। পৃথিবীপৃষ্ঠের ৭১ শতাংশ জুড়ে আছে নীল জলরাশির আস্তরণ। এর বেশির ভাগ সমুদ্র, মহাসমুদ্রের দখলে। অথচ এই বিশাল জলভাগের ৯৫ শতাংশ সম্পর্কে মানুষ আজও অন্ধকারে। জলজ জীবজগৎ বা জীববৈচিত্র্যের ৮৫ শতাংশ আজও মানুষের অজানা।
সমুদ্র মানেই এক বিশালতা। মানুষ এই বিশালতায় কল্পনার জাহাজে ভেসে বেড়াতে পছন্দ করে। ফরাসি লেখক জুল ভার্ন (১৮২৮-১৯০৫) সেই উনিশ শতকে তাঁর রচিত ‘সমুদ্রের তলদেশে বিশ হাজার স্থান’ কল্পকাহিনিতে নটিলাস নামক ডুবোজাহাজে ক্যাপ্টেন নিমোর দুঃসাহসিক সব অভিযানের বর্ণনা দিয়েছিলেন। অচিরেই সিঅরবিটার মহাসমুদ্রের মহারহস্যের জট খুলে আমাদের বহু জিজ্ঞাসার জবাব দেবে এবং বিস্মিত করবে, তা নিশ্চিত।