হোম > প্রযুক্তি

অ্যাপল আনল অন্তঃসত্ত্বা পুরুষের ইমোজি, ইন্টারনেটে হাস্যরস

প্রযুক্তি ডেস্ক

লিঙ্গ নিরপেক্ষ ইমোজি আনার ক্ষেত্রে আরেক ধাপ এগোল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এবার সব আইফোন ব্যবহারকারীদের জন্য এনেছে ‘গর্ভবতী পুরুষ’ এবং ‘গর্ভবতী ব্যক্তি’সহ বেশ কয়েকটি লিঙ্গ-নিরপেক্ষ ইমোজি।

ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, আইওএস ১৫.৪ সংস্করণ হালনাগাদের সঙ্গে এই সুবিধাটি চালু করা হয়েছে। অ্যাপল গত মার্চে আপডেটটি চালু করেছে এবং সম্পূর্ণ নতুন কিছু জিনিস এনেছে। সামগ্রিকভাবে অ্যাপল ৩৫টি নতুন ইমোটিকন প্রকাশ করেছে। রাজা এবং রানির পাশাপাশি লিঙ্গ-নিরপেক্ষ ‘মুকুট পরিহিত ব্যক্তি’ এবং ‘অন্তঃসত্ত্বা পুরুষ’ ইমোজি যোগ করা হয়েছে।

অবশ্য অ্যাপল প্রথমে একটি ঐচ্ছিক আপডেটের অংশ হিসেবে গত জানুয়ারিতে ‘অন্তঃসত্ত্বা পুরুষ’ এবং ‘অন্তঃসত্ত্বা ব্যক্তি’ ইমোজি চালু করেছিল। ২০১৯ সালে কোম্পানিটি প্রথম সমকামী দম্পতি এবং লিঙ্গ-নিরপেক্ষ ইমোজি যোগ করার দুই বছরেরও বেশি সময় পরে সর্বশেষ এই ইমোটিকনগুলো আনল।

তবে এ নিয়ে ইন্টারনেটে খুব একটা সন্তোষজনক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে অনেকে রসিকতা করে বলছেন, লোকটি আসলে অন্তঃসত্ত্বা নয়, বরং খুব বেশি খেয়ে ফেলেছে!

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এটা একজন অন্তঃসত্ত্বা পুরুষের ইমোজি নাকি এটি আমিই যে পিৎজা বুফে খেতে পারে?’ আরেকজন লিখেছেন, ‘এটি দেখে বিয়ার বেলি ম্যান মনে হচ্ছে না কি?’

 ‘সুতরাং সবাই জানেন যে নতুন ইমোজিগুলোর একটি অন্তঃসত্ত্বা পুরুষ […] সুতরাং গর্ভপাত এখন আর কেবল নারীদের ইস্যু নয়? পুরুষদেরও গর্ভপাত করানো যেতে পারে!’ বলেছেন একজন রসিক টুইটার ব্যবহারকারী। 

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ