হোম > প্রযুক্তি

প্রতিটি অব্যবহৃত টুইটার অ্যাকাউন্ট ৫০ হাজার ডলারে বিক্রি করছেন মাস্ক!

অনলাইন ডেস্ক

আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য আনতে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স (টুইটার) অব্যবহৃত অ্যাকাউন্ট ও ইউজারনেম বিক্রির উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে সর্বোচ্চ ৫০ হাজার ডলারে এমন অ্যাকাউন্ট বিক্রি হয়েছে বলে ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে তথ্য দিয়েছে।

এক্সের অভ্যন্তরে এক দল কর্মী @Handle নামে অব্যবহৃত ইউজারনেম বিক্রির জন্য বাজার তৈরি করেছে। বেশ কিছু ক্ষেত্রে এসব অ্যাকাউন্ট ও ইউজারনেমের ক্রেতাদের কাছে ইমেইলে ৫০ হাজার ডলার পর্যন্ত দাম প্রস্তাব করা হয়েছে।

একজন এক্স প্ল্যাটফর্মের সক্রিয় কর্মী ফোর্বসকে এমন অনেক ইমেইল পাঠিয়েছে। তবে গ্রাহকদের পরিচয় গোপন রাখতে সেগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।

টুইটার অধিগ্রহণ করার কিছুদিন পর ২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক এক পোস্টে অব্যবহৃত অ্যাকাউন্টগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইলন মাস্ক।

গত বছরের নভেম্বরে তিনি বলেন, আগামী মাসে এই অব্যবহৃত হ্যান্ডেলগুলো মুক্ত করার জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

এই বিষয়ে গত ৯ ডিসেম্বর তিনি বলেন, শিগগিরই ১৫০ কোটি অ্যাকাউন্টের উইজারনেম খালি করা শুরু হবে। মে মাস থেকেই কয়েক বছরের অব্যবহৃত এসব অ্যাকাউন্ট খালি করা শুরু হয়।

তবে অনেক গ্রাহক অনুরোধ করেন, মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট যেন সরিয়ে ফেলা না হয়। কারণ এসব অ্যাকাউন্টের সঙ্গে তাদের অনেক স্মৃতি সম্পর্কিত ।

মাস্ক টুইটার অধিগ্রহণের পর টুইটারের ট্রাফিক ও আয় কমে যায়। বড় বিজ্ঞাপনী উৎসের গ্রাহকরা এসময়ে এক্স অ্যাকাউন্ট ছেড়ে দেয়। গত কয়েক মাসে ৫৫ শতাংশ বা তার বেশি হারে আয় কমে গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

ইউজারনেম বিক্রি টুইটারের নীতিবিরোধী। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইউজারনেম বিক্রি নিষিদ্ধ বলে এক্সের ওয়েবসাইটে উল্লেখ আছে। ব্যবহারকারীর নামের বিনিময়ে কোনো ধরনের অর্থের লেনদেন করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হতে পারে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন