হোম > প্রযুক্তি

ওপেনএআইয়ের নতুন নির্বাহী ইমেট শিয়ার, মাইক্রোসফটে যাচ্ছেন অল্টম্যান

ওপেনএআইয়ের অন্তর্বর্তীকালীন নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন সাবেক টুইচ প্রধান ইমেট শিয়ার। বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। অন্যদিকে, মাইক্রোসফটে যোগ দিতে যাচ্ছেন অল্টম্যান।

মাইক্রোসফটের নির্বাহী সত্য নাদেলা সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া পোস্টে বলেন, ইমেট শিয়ার এবং ওপেনএআইয়ের নেতৃত্বে আসা নতুন দলকে জানার এবং তাদের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। তিনি আরও বলেন, ওপেনএআই মাইক্রোসফটের সঙ্গে অংশীদারত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

স্যাম অল্টম্যানের ব্যাপারে আজ সোমবার সত্য নাদেলা জানান, স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান নতুন একটি এআই গবেষণা দলের নেতৃত্ব দেবেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সহপ্রতিষ্ঠাতা শিয়ার কোম্পানিটির সিইও হিসেবে কাজ করেছেন এবং এ বছরের শুরুতে তিনি টুইচের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ান।

গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক পণ্য চ্যাটজিপিটি উন্মুক্ত করে। চ্যাটজিপিটির উদ্ভাবক ও ওপেনএআই সিইও ছিলেন স্যাম অল্টম্যান। গত শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ অল্টম্যানকে বহিষ্কার করে।

ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের পর্যালোচনায় উঠে আসে, স্যাম অল্টম্যান প্রতিষ্ঠানের পরিচালকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে খুব বেশি সপ্রতিভ ও আন্তরিক নন। এই অভিযোগের পাশাপাশি তিনি পরিচালকদের কাছে আস্থাও হারান। এক বিবৃতিতে ওপেনএআই জানিয়েছে, ‘স্যাম অল্টম্যান ওপেনএআইকে নেতৃত্ব দিতে পারবেন এমন আস্থা নেই পরিচালনা পর্ষদের।’

নতুন সিইও বা প্রধান নির্বাহী খুঁজে পাওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে মিরা মুরাতি দায়িত্ব পালন করবেন বলে জানান হয়। এরপর আবার ওপেনএআইয়ে অল্টম্যানের পুনর্বহালের সম্ভাবনা নিয়েও দেখা গেছে চাঞ্চল্য। তবে ইমেট শিয়ারের ওআইএয়ে এবং অল্টম্যানের মাইক্রোসফটে যোগ দেওয়ার খবরে অনিশ্চয়তা কেটেছে।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের