হোম > প্রযুক্তি

অ্যাপল মিউজিকে যৌথ প্লে লিস্ট তৈরির সুবিধা এল

যৌথ প্লে লিস্ট তৈরির সুবিধা আনল অ্যাপল মিউজিক। এই ফিচারের মাধ্যমে দুই বা তার অধিক ব্যবহারকারী একই প্লে লিস্টে মিউজিক অ্যাড, শেয়ার ও রিমুভ করতে পারবে। ফলে কোনো অনুষ্ঠানে প্রত্যেকেই নিজের পছন্দ অনুযায়ী গান বা মিউজিক শুনতে পারবেন। এ ছাড়া বন্ধুরা একে অপরের পছন্দের মিউজিক তালিকাও দেখতে পারবে।

অনেক আগেই ফিচারটি স্পটিফাইয়ে ছিল। অ্যাপল মিউজিকের গ্রাহকেরা দীর্ঘদিন ধরে এই ফিচার আনার অনুরোধ করছিলেন।

আপাতত আইওএস ১৭.২ বেটা ভার্সনে বর্তমানে ফিচারটি পাওয়া যাচ্ছে। শিগগির আইফোনের সব ভার্সনের জন্য এই ফিচার ছাড়া হবে। তবে ফিচারটি ব্যবহারের জন্য সব অংশগ্রহণকারীর প্ল্যাটফর্মটির সাবস্ক্রিপশন থাকতে হবে। সেই সঙ্গে অ্যাপটির সর্বশেষ ভার্সনটি ইনস্টল করতে হবে।

এই যৌথ প্লে লিস্ট তৈরির পর কারা এই তালিকায় মিউজিক যুক্ত করতে পারবে এবং কতক্ষণ পারবে, তা মূল ক্রিয়েটর নিয়ন্ত্রণ করতে পারবে।

যৌথ প্লে লিস্ট তৈরির জন্য যা যা লাগবে–

১. আইওসের ১৭.২ বেটা আপডেট 
২. সক্রিয় অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশন
৩. অন্তত একজন ব্যবহারকারী থাকতে হবে 

যৌথ প্লে লিস্ট তৈরির জন্য যা করতে হবে–

১. আইফোন বা আইপ্যাডে অ্যাপল মিউজিক অ্যাপ খুলুন। 
২. নিচের দিকের লাইব্রেরি ট্যাবে ট্যাপ করুন এবং প্লে লিস্ট অপশনটি নির্বাচন করুন। 
৩. নতুন প্লে লিস্ট তৈরি করুন বা আগে থেকে তৈরি করা প্লে লিস্ট নির্বাচন করুন। 
৪. ওপরের ডান পাশের কোনায় থাকা তিনটি অনুভূমিক ডটে ট্যাপ করুন। 
৫. কোলাবোরেটিভ (যৌথ) প্লে লিস্ট অপশন নির্বাচন করুন। 
৬. এই পর্যায়ে অন্যান্য গান যুক্ত বা বাদ দেওয়া সময় মূল ক্রিয়েটরের অনুমতি লাগবে এমন অপশন নির্বাচন করা যায়। এই সুবিধা চাইলে অপশনটি চালু করে দিন। 
৭. এরপর অন্যান্য গ্রাহকের প্লে লিস্টে গান যুক্ত করার জন্য আমন্ত্রণ জানান। 

যেকোনো সময় যৌথ প্লে লিস্টের তিনটি ডটে ট্যাপ করে এর সেটিংসে পরিবর্তন করা যাবে।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের