হোম > প্রযুক্তি

৪০০ ফুট উঁচু ভবনের মতো ব্যাটারি, চার্জ করবে বৈদ্যুতিক গাড়ি

অনলাইন ডেস্ক

বৈদ্যুতিক গাড়ির (ইভি) জন্য টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ভবনের মতো বিশাল আকারের ব্যাটারি তৈরি করেছে চীন। বৈদ্যুতিক গাড়ির জন্য বিদ্যুৎ সঞ্চয় করা ও সরবরাহের কাজ করবে এই গাড়ি। গত ডিসেম্বরে ব্যাটারিটি তৈরি করা হয়। 

গ্রিনহাউস গ্যাস ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে জীবাশ্ম জ্বালানির কমিয়ে বিদুৎভিত্তিক পরিবহন বিশ্বজুড়ে ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে। কিন্তু এর জন্য সুবিধাজনক উপায়ে ও দক্ষতার সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থাপনার পর্যাপ্ত কাঠামো নেই। ব্যাটারিতে বিদ্যুৎ শক্তি সঞ্চয়ের জন্য যুগান্তকারী প্রযুক্তিটি তৈরি করেছে সুইস কোম্পানি ‘এনার্জি ভল্ট’। 

হাইড্রোইলেকট্রিক পাম্পের নীতি ব্যবহার করে এই ব্যাটারি তৈরি করা হয়েছে। গ্রিডের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সঞ্চয় ও সরবরাহ করার জন্য বিশাল কংক্রিটের ব্লক যুক্ত করা হয়েছে। 

ভবনের আকারে ব্যাটারি তৈরিতে বেশ কিছু সুবিধা রয়েছে— এগুলো কেবল বিপুল পরিমাণে বিদ্যুৎ সঞ্চয় করে না, গ্রিডের পরিবর্তিত চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। 

পূর্ব চীনের ‘রোডং ইভিএক্স’ প্রকল্পটি এই প্রযুক্তির প্রথম কার্যকরী উদাহরণ। ব্যাটারিটির ক্ষমতা ১০০ এমডাব্লুএইচ (মেগাওয়াট আওয়ার)। একে ইতিমধ্যেই চীনের বৈদ্যুতিক গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে এই অঞ্চলের জন্য এটি একটি নির্ভরযোগ্য উৎস হবে। 

চীন সারা দেশে আরও বেশ কয়েকটি মহাকর্ষ শক্তি সঞ্চয় করার সুবিধা চালু করার পরিকল্পনা করছে। এসব প্রকল্প বৈদ্যুতিক গ্রিডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে, পুনর্নবায়নযোগ্য শক্তি বাড়াবে ও সবুজ অর্থনীতিতে রূপান্তরকে ত্বরান্বিত করবে। 

এটি তৈরিতে পুনর্ব্যবহৃত নির্মাণ সামগ্রীর ব্যবহার ফরে ব্যাটারিটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হবে। 

বৈদ্যুতিক পরিবহনে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যেসব দেশ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেসব দেশের জন্য এই বিশালাকার ব্যাটারি একটি রোল মডেল হতে পারে। এই উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে বৈদ্যুতিক খাতে ও শক্তির টেকসইতার ক্ষেত্রে তার অবস্থান নিশ্চিত করছে চীন। 

তথ্যসূত্র:ডাব্লুসিবি ডট এফএম

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন