হোম > প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের পরমাণু গবেষণাগারে রুশ হ্যাকারদের সাইবার হামলা

প্রযুক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রের তিনটি পরমাণু গবেষণাগার হ্যাকিংয়ের উদ্দেশ্যে রাশিয়ার হ্যাকাররা সাইবার আক্রমণ করেছে বলে জানা গেছে। ‘কোল্ড রিভার’ নামে একটি হ্যাকার দল পাসওয়ার্ড পাওয়ার হ্যাকের উদ্দেশ্যে গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের ব্রুকহেভেন, আর্গোন এবং লরেন্স লিভারমোর জাতীয় গবেষণাগারের বিজ্ঞানীদের লক্ষ্য করে ‘ফিশিং’ আক্রমণ করে। 

ফিশিংয়ের মাধ্যমে মূলত কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইটের হুবহু ভুয়া লগইন পেজ বানিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলা হয়। ব্যবহারকারীরা ওই ভুয়া ওয়েবসাইটে লগইন করলেই পাসওয়ার্ড হাতিয়ে নিতে সক্ষম হয় হ্যাকার। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, এই আক্রমণগুলো আগস্ট এবং সেপ্টেম্বরে সংঘটিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঠিক যখন জাতিসংঘের বিশেষজ্ঞরা রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছিলেন। যাতে এই অঞ্চলে ভারী গোলাবর্ষণের পরে সম্ভাব্য বিপর্যয় রোধ করতে সহায়তা করা যায়। তবে ফিশিং প্রচেষ্টা সফল হয়েছে কি না বা হ্যাকাররা ঠিক কেন ল্যাবের সিস্টেমে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, তা এখনো স্পষ্ট নয়। 

সাইবার সিকিউরিটি ফার্ম ক্রাউডস্ট্রাইকের গোয়েন্দা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মেয়ার্স রয়টার্সকে বলেন, ‘কোল্ড রিভার দলটি ক্রেমলিনের তথ্য কার্যক্রমকে সরাসরি সমর্থন করে।’ 

গত বছর যুক্তরাজ্যের বিদেশবিষয়ক গোয়েন্দা সংস্থা এমআই-৬-এর সাবেক প্রধানের ই-মেইল ফাঁস করেছিল কোল্ড রিভার। ইউক্রেন যুদ্ধে যুদ্ধাপরাধে তদন্তকারী বেসরকারি সংস্থাগুলোকেও হ্যাকার দলটি টার্গেট করেছে বলে জানা গেছে। 

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন