ফ্রিল্যান্সিংয়ে সাফল্য ও ব্যর্থতা—দুটিরই গল্প আছে। অনেকেই আছেন, যাঁরা এ পেশায় আগ্রহী, কিন্তু কাজ শিখেও অর্থ উপার্জন করতে পারছেন না। অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের সঙ্গে কথা বলে লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।
কোথাও ফ্রিল্যান্সিং শেখার আগে
ব্যাঙের ছাতার মতো ফ্রিল্যান্সিং শেখানোর প্রতিষ্ঠান গড়ে উঠেছে দেশে। তাই কোথাও শিখতে যাওয়ার আগে জেনে নিতে হবে কিছু তথ্য।
- যিনি শেখাচ্ছেন, তিনি ফ্রিল্যান্সিং ও মার্কেটপ্লেসে দক্ষ কি না।
- কোর্সের মান যাচাই করতে হবে। এ জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানটির আগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ থেকে প্রতিষ্ঠানটির বিষয়ে তথ্য সংগ্রহ করা যেতে পারে।
- নির্দিষ্ট প্রতিষ্ঠানটি শুধু কোর্স করায়, কোর্সের পরে কাজ পেতে বা শেষ করতে সহযোগিতা করে কি না—এসব বিষয়ে খোঁজ নিতে হবে।
ভবিষ্যতের কাজ
ফ্রিল্যান্সিংয়ে এমন কাজ বেছে নিতে হবে, ভবিষ্যতেও যেগুলোর চাহিদা থাকবে। সে রকম কিছু কাজ হলো সাইবার সিকিউরিটি, এআই ও মেশিন লার্নিং, ডেটা অ্যানালাইসিস, ব্লক চেইন, সফটওয়্যার ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও।
কভার লেটার
ফ্রিল্যান্সিংয়ে কাজ পাওয়ার জন্য কভার লেটার এমনভাবে লিখতে হবে, যেন ক্লায়েন্ট দেখে বুঝতে পারে, আপনি কাজটা পারবেন এবং আপনার ওপর আস্থা রাখা যায়। কভার লেটারের মধ্যে কাজের কিছু নমুনা দিতে হবে।
দক্ষতাই সব
ফ্রিল্যান্সিংয়ে নির্দিষ্ট কাজ ও যোগাযোগে দক্ষ হলে সুবিধা পাবেন। এখানে একটি বিশেষ বিষয়ে দক্ষতা থাকা এবং সেই দক্ষতা বিক্রি করার দক্ষতা থাকতে হয়। এর বাইরে অন্য কিছু বিবেচ্য বিষয় নয়।
প্রতারকদের চেনার উপায়
ফ্রিল্যান্সিং শেখানোর নামে যারা প্রতারণা করে, তাদের চেনার কিছু উপায় আছে। যেমন—
- মার্কেটপ্লেসে তাদের প্রোফাইল খুঁজে পাওয়া যায় না।
- তাদের কোনো প্রফেশনাল প্রোফাইল থাকে না।
- কোর্সের দাম যা হওয়া উচিত, তার চেয়ে অনেক কম টাকা অফার করা হয়।
- এরা বিজ্ঞাপন ও মুখরোচক কথা বলে বেশি।
- এদের নির্দিষ্ট অফিস থাকে না।
সাফল্যের গোপন রহস্য
ব্যক্তিভেদে এই রহস্য বিভিন্ন রকম হয়ে থাকে। তবে সাধারণভাবে—
- পছন্দের বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া।
- আকর্ষণীয় প্রোফাইল তৈরি করা।
- মার্কেটপ্লেসে সঠিক মূল্য নির্ধারণ করা।
- কাজের প্রতি মনোযোগ, কঠোর পরিশ্রম ও গুণগত কাজ করা।
- ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণে সৃষ্টিশীল হওয়া।
- কাজের ক্ষেত্রে বিভিন্ন নতুন বিষয়ের খোঁজ রাখা।
ফ্রিল্যান্সিংয়ে সুবিধা
- ফ্রিল্যান্সিংয়ে বড় সুবিধা হচ্ছে স্বাধীনতা।
- অফিসের প্রয়োজন হয় না বলে বাড়তি খরচ নেই।
- যত বেশি কাজ, তত বেশি অর্থ।
- নারীদের জন্য বাড়তি সুবিধা
বিভিন্ন কারণে ৯টা-৫টা অফিস করা অনেক নারীর পক্ষে সম্ভব হয় না। ঘরে বসে কাজ করা যায় বলে ফ্রিল্যান্সিং নারীদের ক্ষেত্রে জুতসই পেশা হতে পারে। ফ্রিল্যান্সাররা সফট স্কিল বিক্রি করেন বলে বয়স, শারীরিক সামর্থ্য বা সক্ষমতার প্রশ্ন এখানে খুবই নগণ্য।
আপওয়ার্ক অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হয়
- প্রোফাইলের কোথাও কন্টাক্ট ডিটেইলস, যেমন—মোবাইল ফোন নম্বর, ইমেইল, স্কাইপে ইত্যাদি যুক্ত থাকলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়।
- কভার লেটারে কন্টাক্ট ডিটেইলস বা কোনো লিংক যুক্ত করে দিলেও অ্যাকাউন্ট সাসপেন্ড হয়।
- ক্লায়েন্টদের সঙ্গে কোনো ঝামেলা করলে।
- কাজ ও ডেলিভারির সময় ও অর্থ নিয়ে ঝামেলা করলে।
- ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুললে।
- বাইরে পেমেন্ট নেওয়া কিংবা ক্লায়েন্টের সঙ্গে এ বিষয়ে আলাপ করলে।
- নিজের যোগ্যতার ক্যাটাগরির তোয়াক্কা না করে ইচ্ছেমতো কাজের জন্য আবেদন করলে আপওয়ার্ক অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে।
এসব কারণের বাইরেও গুরুতর কোনো সমস্যার কারণে যে কারও আপ ওয়ার্ক অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে।
ফাইভার অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হয়
- ক্লায়েন্টের কাছে ফাইভ স্টার রেটিং চাইলে।
- ফেক রিভিউ গ্রহণ করলে।
- সেলার হিসেবে নিজেকে ভ্যারিফাই না করলে।
- একাধিক আইডি থাকলে।
- ফাইভার প্ল্যাটফর্ম ছাড়া অন্যান্য প্ল্যাটফর্মে পেমেন্ট নিলে কিংবা যোগাযোগ করলে।
- অন্যের কপিরাইট করা জিনিসপত্র ব্যবহার করলে ফাইভার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে।
- এসব কারণের বাইরেও গুরুতর কোনো সমস্যার কারণে যে কারও ফাইভার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে।
ভালো করতে যা করবেন
- ফ্রিল্যান্সিং শুরু করলেই লাখ টাকা আয় করা সম্ভব—এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
- ইংরেজিতে দক্ষ হতে হবে।
- নির্দিষ্ট কাজে দক্ষতার উন্নয়ন করতে হবে।
- আকর্ষণীয়ভাবে প্রোফাইল ও পোর্টফোলিও সাজাতে হবে।
- ক্লায়েন্টের চাহিদা ভালোভাবে বুঝে নির্দিষ্ট কাজের প্রস্তাব দিতে হবে।
- কপি ও পেস্ট প্রস্তাব দেওয়া যাবে না।
- কাজের পরিকল্পনা ও কাজ সময়মতো ডেলিভারির নিশ্চয়তা দিতে হবে।
- মাইলস্টোন তৈরি করে প্রজেক্ট নিতে হবে।
- প্রজেক্টের বিষয় ছাড়াও ক্লায়েন্টকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে হবে।
- প্রজেক্ট শেষ হওয়ার পরেও ক্লায়েন্টকে সাধ্যমতো ফ্রি সহায়তা করতে হবে।