হোম > প্রযুক্তি

হাজার হাজার কর্মী ছাঁটাই করবে ইন্টেল 

অনলাইন ডেস্ক

আর্থিক ক্ষতি পোষাতে ও বাজারের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হাজার হাজার কর্মী ছাঁটায়ের ঘোষণা দিল ইন্টেল। সেই সঙ্গে কোম্পানিটির শেয়ার দর উল্লেখযোগ্যভাবে কমায় ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের চাহিদা মেটাতে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, কম্পিউটার চিপ শিল্পে বড় অবদান রাখে ইন্টেল। তবে কোম্পানিটি কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে। এই বছর ইন্টেলের শেয়ার দর প্রায় ৪০ শতাংশ কমেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহৃত চিপগুলোর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে লড়াই করছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য কোম্পানিটি কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমানোর পরিকল্পনা করছে।

উৎপাদন প্রক্রিয়ার উন্নতি, নতুন প্রযুক্তিতে বিনিয়োগ ও নতুন বাজার অন্বেষণের দিকে মনোনিবেশ করছেন ইন্টেলের সিইও।

২০২২ সালের অক্টোবরে, ইন্টেল খরচ কমানোর পরিকল্পনা হাতে নিয়েছিল। কোম্পানিটির কর্মী সংখ্যা কমানো এই পরিকল্পনার অংশ ছিল। ২০২৩ সালে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার খরচ কমানোর চিন্তা করেছিল কোম্পানিটি। এ জন্য ১ লাখ ৩১ হাজার ৯০০ থেকে ১ লাখ ২৪ হাজার ৮০০ জনে কর্মী সংখ্যা কমিয়ে আনা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ৮ বিলিয়ন বা ৮০০ কোটি থেকে থেকে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার কমিয়ে ফেলতে পারবে বলে কোম্পানিটি আশা করে।

তবে বিশ্লেষকদের মতে, ইন্টেলের এই বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) আয় গত বছরের মতোই হবে। তারা ভবিষ্যদ্বাণী করেছে কোম্পানিটির ডেটা সেন্টার ও এআই ব্যবসাগুলো প্রায় ২৩ শতাংশ কমে যাবে।

ইন্টেল সব সময় নিজস্ব চিপ তৈরি করেছে। কিন্তু এখন অন্যান্য কোম্পানির জন্যও চিপ তৈরি করে।

উত্তর আমেরিকায় চিপ উৎপাদনের জন্য নতুন সরকারি উদ্যোগ ভবিষ্যতে ইন্টেলকে লাভবান করবে বলে আশা করেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো চিপের জন্য তাইওয়ানের ওপর নির্ভরতা কমানো ও দেশটির সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করা। তাইওয়ান যুক্তরাষ্ট্রের প্রধান চিপ সরবরাহকারী।

সুতরাং, ইন্টেল আর্থিক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ও প্রযুক্তিগত বিষয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে চাকরি ছাঁটাইয়ের মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর মাধ্যমে প্রযুক্তি খাতের প্রতিযোগিতায় টিকে থাকবে বলে আশা করছে কোম্পানিটি।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন