হোম > প্রযুক্তি

এআই নিয়ে জাতিসংঘের অধীনে সংস্থা গঠনের প্রস্তাব মহাসচিব গুতেরেসের

অনলাইন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ঝুঁকি নিয়ে প্রথমবারের মতো বৈঠক করেছে জাতিসংঘ। বৈঠকে এআইয়ের নিরাপদ ব্যবহারের জন্য জাতিসংঘের অধীনে একটি সংস্থা গঠনের সুপারিশ করা হয়েছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন। 

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এই বৈঠকে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, এআই স্টার্টআপ ‘অ্যানথ্রোপিক’-এর সহপ্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক এবং গবেষণা সংস্থা ‘চায়না-ইউকে রিসার্চ সেন্টার ফর এআই এথিক্স অ্যান্ড গভর্ন্যান্স’-এর সহপরিচালক অধ্যাপক জেং ইয়ি। 

বৈঠকে গুতেরেস বলেন, সামরিক ও বেসামরিক খাতে এআইয়ের ব্যবহার বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে। ‘অসাধারণ’ এই প্রযুক্তিকে সুশাসনের মধ্যে আনতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেলের আদলে জাতিসংঘের অধীনে আলাো একটি প্রতিষ্ঠান তৈরির যে দাবি উঠেছে, তাতে সমর্থন দেন গুতেরেস। 

বৈঠকে চীন বলেছে, এই প্রযুক্তির ‘লাগামহীন ঘোড়ার মতো’ ছোটা থামাতে হবে। আর যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, প্রযুক্তি যেন সেনসরশিপ বা দমন-পীড়নের হাতিয়ার না হয়। বৈঠকে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন