বিল্ড সম্মেলনের প্রথম দিনে বেশ কিছু নতুন সেবা ও পণ্য উন্মোচন করেছে মাইক্রোসফট। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই মডেল, ছোট পিসিসহ বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারও উন্মোচন করেছে কোম্পানিটি।
গতকাল রাত ১০টায় শুরু হয় সম্মেলনের মূল অধিবেশন। এই অধিবেশন পরিচালনা করেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। এর আগে ইমাজিন কাপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের বিজয়ীর নাম ঘোষণা করেন মাইক্রোসফটের গ্রোথ অ্যান্ড ইকোসিস্টেমের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অ্যানি পার্ল। এতে বিজয়ী হয় তুরস্কভিত্তিক স্টার্টআপ ফ্রম ইওর আই মোবাইল অ্যাপ। পুরস্কার হিসেবে স্টার্টআপটি ১ লাখ ডলার পুরস্কার পায়। সম্মেলনটি ২৩ মে পর্যন্ত চলবে।
মাইক্রোসফটের এআই এজেন্ট
ভার্চুয়াল কর্মী হিসেবে কাজ করবে মাইক্রোসফটের কোপাইলট এআই এজেন্ট। ইমেইল পর্যবেক্ষণ, ডেটা এনট্রির মতো ছোট ছোট কাজ করতে কোম্পানি কর্মীদের সাহায্য করবে এই এআই। এর জন্য এজেন্টটিকে কোনো নির্দেশনা দিতে হবে না এটি স্বয়ংক্রিয়ভাবে কাজগুলো করে দেবে। মাইক্রোসফট বলছে, কোপাইলট কারও চাকরি কেড়ে নেবে না, শুধু বিরক্তিকর কাজগুলো করে দেবে। এই বছরের শেষের দিকে ফিচারটি কোপাইলট স্টুডিওতে নিয়ে আসা হবে।
ফি–৩ ভিশন
এআইভিত্তিক ছোট মাল্টিমোডাল মডেল ‘ফি-৩ ভিশন’ উন্মোচন করেছে মাইক্রোসফট। ফি-৩ এআই মডেলের উত্তরসূরি হলো এই মডেল, যা গত এপ্রিলে উন্মোচন করেছিল কোম্পানিটি। নতুন মডেলটি একই সঙ্গে টেক্সট ও ছবি বিশ্লেষণ করতে পারে। মডেলটির বিশেষত্ব হলো এটি স্মার্টফোনে ব্যবহার করা যাবে। ছবি বিশ্লেষণ করার এআই প্রযুক্তির বিকাশের জন্য সব এআই কোম্পানি চেষ্টা করছে।
মাইক্রোসফট এজের মাধ্যমে ইউটিউব ভিডিওর অনুবাদ
মাইক্রোসফটের এজ ব্রাউজারে নতুন একটি এআই ফিচার যুক্ত করা হয়েছে; যার মাধ্যমে ইউটিউব, লিংকইডিন, রয়টার্স ও কোর্সএরার মতো প্ল্যাটফরমগুলোর ভিডিও সরাসরি অনুবাদ করতে পারবে। ফিচারটি স্প্যানিশ থেকে ইংরেজি বা ইংরেজি থেকে জার্মান, হিন্দি, ইতালিয়ান ও রাশিয়ান ভাষায় অনুবাদ করে দিতে পারবে। তবে ভবিষ্যতে আরও কিছু ভাষায় ফিচারটি অনুবাদ করতে পারবে বলে জানিয়েছে কোম্পানিটি।
মাইক্রোসফট টিমের জন্য কাস্টম ইমোজি
ভিডিও কনফারেন্স বা অনলাইন মিটিংয়ের জন্য জনপ্রিয় প্ল্যাটফরম হলো মাইক্রোসফট টিম। প্ল্যাটফরমটিতে নতুন নতুন ইমোজি যুক্ত করা হয়েছে। ভিডিও কলের সময় এসব ইমোজি ব্যবহার করা যাবে। এ ছাড়া ব্যবহারকারীরা নিজেদের তৈরি কাস্টম ইমোজিও ব্যবহার করতে পরবেন। দলের অন্যান্য সদস্যের প্রোফাইল ছবি দিয়েও ইমোজি তৈরি করা যাবে। ভিডিও কনফারেন্সের কারা কারা এসব ইমোজি পাঠাতে পারবে, তা অ্যাডমিন নিয়ন্ত্রণ করতে পারবে। এই ফিচার জুলাইয়ে চালু করা হবে।
ছোট আকারের স্ন্যাপড্রাগন পিসি
ম্যাক মিনির মতো ছোট আকারের পিসি বা কম্পিউটার উন্মোচন করা হয়েছে। এতে স্ন্যাপড্রাগন এলাইট চিপ ব্যবহার করা হয়েছে। তবে এটি শুধু ডেভেলপারদের ব্যবহারের জন্য উন্মোচন করা হয়েছে। পিসিতে ৩২ জিবি র্যাম ও ৫১২ জিবি এসএসডি রয়েছে। এর দাম ৮৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। কেউ চাইলে এটি কিনতে পারবেন কি না, তা স্পষ্ট নয়।
ফাইল এক্সপ্লোরারে মাধ্যমে কোড ম্যানেজমেন্ট
এক্সপ্লোরারে গিট যুক্ত করেছে গিট হচ্ছে সোর্স কোড সংস্করণ নিয়ন্ত্রণ এবং সোর্স কোড ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ মাইক্রোসফট। গিটের মাধ্যমে প্রোগ্রামাররা তাঁদের প্রকল্পগুলোর কোডের পরিবর্তনগুলো চিহ্নিত, বিভিন্ন সংস্করণের কোডের পরিবর্তন ও সংশোধন করতে পারেন।
কোডিং ফাইলগুলোর স্ট্যাটাস সহজেই ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া কোনো ফাইলকে ৭-জিপ বা টার সংস্করণে পরিবর্তনও ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে করা যাবে।
অ্যাডভান্সড পেস্ট ফিচার
পাওয়ারটয়েস স্যুটে (মাইক্রোসফটের বিভিন্ন টুলের সেট) নতুন অ্যাডভান্সড পেস্ট ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। অ্যাডভান্সড পেস্ট ফিচার চালু করার জন্য কিবোর্ডে একসঙ্গে উইন্ডোজ কি, শিফট ও ভি বাটনে চাপ দিতে হবে। ফলে একটি মেনু দেখা যাবে। যার মাধ্যমে কপি করা টেক্সটি সাধারণ টেক্সট, বিভিন্ন মার্কডাউন টেক্সটে (ব্লোড, ইটালিক, হেডার, কোড) বা জেএসওএন (জাভাস্ক্রিপ্ট) ফরম্যাটে পরিবর্তন করা যাবে।
এ ছাড়া প্রম্পট বক্সে নির্দেশনা দিলেও কপি করা টেক্সটগুলো বিভিন্ন টেক্সট ফরম্যাটে পরিবর্তন করা যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ