Ajker Patrika
হোম > প্রযুক্তি

মুঠোফোন দেবে ভূমিকম্পের সতর্কবার্তা

ফিচার ডেস্ক

মুঠোফোন দেবে ভূমিকম্পের সতর্কবার্তা

প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ভূমিকম্প নতুন কিছু নয়। রিখটার স্কেলে এর কম্পনশক্তি মাপা হয়, এটি কারও অজানা নয়। তবে ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রটি এখন আপনার পকেটেই। অর্থাৎ আপনার হাতে কিংবা পকেটে থাকা মোবাইল ফোন বলে দিতে পারবে, ভূমিকম্প কখন হতে পারে।

২০২২ সালের ২৫ অক্টোবর ক্যালিফোর্নিয়ার উপসাগরীয় অঞ্চল কেঁপে ওঠে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে। অবাক করা বিষয় হলো, সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কারণ, কম্পন শুরু হওয়ার আগে এলাকার অনেক বাসিন্দা তাদের ফোনে ভূমিকম্প-সংক্রান্ত সতর্কতা পেয়েছিল। একইভাবে ৬ আগস্ট সন্ধ্যায় বেকার্সফিল্ড শহরের ঠিক দক্ষিণে কেন্দ্রীভূত ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দারাও সতর্কবার্তা পেয়েছিল।

ভূমিকম্পের আভাস সম্পর্কে সতর্কবার্তা পেতে গুগল একটি ফাংশন চালু করেছে। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে তাঁর মোবাইল ফোনকে ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গের বৈশিষ্ট্যযুক্ত কম্পন ধরার অনুমতি দিয়ে রাখতে হবে। এটি মোবাইল ফোনকে স্বয়ংক্রিয়ভাবে অ্যান্ড্রয়েড ভূমিকম্প-সতর্কতা সিস্টেমে ডেটা পাঠানোর অনুমতি। এভাবে হাজার হাজার, এমনকি লাখ লাখ অন্যান্য মোবাইল ফোন থেকে ডেটা একত্র করে সিস্টেমটি ভূমিকম্প ঘটছে কি না এবং কোথায় ঘটেছে, তা নির্ধারণ করতে পারে। এভাবেই ওই এলাকার মানুষদের মোবাইল ফোনে ভূমিকম্পের সতর্কতা চলে যায়। তবে এটি প্রাথমিক সতর্কতা।

ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইউএসজিএস এবং শিক্ষাবিদদের সঙ্গে কাজ করছে গুগল। তারা এমন সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছে, যার মাধ্যমে একটি প্রাথমিক সতর্কতা ব্যবস্থা তৈরি করা সম্ভব হবে। যেটি ব্যবহারকারীদের কম্পনের কয়েক সেকেন্ড আগে সতর্ক করে দিতে পারবে। সময় নির্ধারণের ক্ষেত্রে তা এমনভাবে তৈরি করা হবে, যেন সতর্কতা পেয়ে যে কেউ টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিতে পারেন। তা ছাড়া এ সিস্টেমে ট্রেনের গতি ধীর করা, বিমান উড্ডয়ন বা অবতরণ থেকে বিরত রাখা এবং গাড়িকে সেতু বা টানেলে প্রবেশ করা থেকে বিরত রাখার মতো বিষয়গুলোও আমলে নেওয়া হয়েছে। যেন শক্তিশালী ভূমিকম্প হলে এই সিস্টেম জীবন বাঁচাতে পারে।

হোয়াটসঅ্যাপে লেখার সৌন্দর্য বাড়াবেন যেভাবে

রমজান মাসে প্রযুক্তির ব্যবহার

যে গ্রামের প্রায় সবাই ইউটিউবার

ভূমিকম্প প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার

টিকটকের মতো নিষিদ্ধ হতে পারে ডিপসিক

শুরু হলো হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫

জিমেইলে অথেনটিকেশনের জন্য এসএমএস কোড বাদ দেবে গুগল

ইতিহাসে বৃহত্তম ডিজিটাল চুরি, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের ১৫০ কোটি ডলার উধাও

ইশারা ভাষা শেখাবে এআই

স্যাটেলাইট ইন্টারনেটের বাজার দখলে চীন-মাস্ক দ্বৈরথ