হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েড অ্যাপেই গেম বিক্রি করবে এক্সবক্স

অনলাইন ডেস্ক

এক্সবক্স মোবাইল অ্যাপটি আপডেট করার পরিকল্পনা করছে মাইক্রোসফট। এর ফলে আগামী নভেম্বর থেকে সরাসরি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে এক্সবক্স গেম কিনতে এবং খেলার সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। এই সপ্তাহের শুরুর দিকে গুগলকে প্লে স্টোরের ‘গুগল প্লে বিলিং’ ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নিতে নির্দেশ দেয় মার্কিন আদালত। আর এই সুযোগ নিতে চাচ্ছে মাইক্রোসফট। 

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে এক্সবক্স প্রেসিডেন্ট সারাহ বন্ড বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে থার্ড পার্টি অ্যাপের জন্য গুগলের মোবাইল স্টোর খুলে দেওয়ার আদালতের রায় ব্যবহারকারীদের আরও বেশি পছন্দের অপশন দেবে। আরও বেশি গেমারদের আরও বেশি ডিভাইসে খেলার সুযোগ দেওয়াই আমাদের লক্ষ্য। আগামী নভেম্বর থেকে ব্যবহারকারীরা এক্সবক্স অ্যাপের মাধ্যমে সরাসরি গেম কিনতে এবং খেলতে পারবে বলে আমরা আনন্দিত।’ 

গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরকে একটি অবৈধ একচেটিয়া বাজার হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। এজন্য গুগলকে তিন বছরের জন্য প্লে স্টোরে প্রতিযোগিতার সমান সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ডেভেলপারদেরকে তাদের নিজস্ব গুগল প্লে বিলিং ব্যবহার করতে বাধ্য করতে পারবে না গুগল। এছাড়া প্লে স্টোরে প্রতিদ্বন্দ্বী তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরও রাখতে দিতে হবে। 

এখন অ্যান্ড্রয়েড ডিভাইসে এক্সবক্স অ্যাপের মাধ্যমে সরাসরি গেম বিক্রির সুযোগ পাবে মাইক্রোসফট। গেম কেনার পর এক্সবক্সের ক্লাউড ফিচারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে গেম খেলা শুরু করতে পারবেন ব্যবহারকারীরা। 

তবে মাইক্রোসফট কেন ইতোমধ্যে তার অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে এক্সবক্স গেম বিক্রি করতে পারছে না তা স্পষ্ট নয়। স্টিম বা প্লেস্টেশন স্টোর থেকে মোবাইল ডিভাইসে গেম কেনা যেত। তবে মাইক্রোসফট দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। তবে এর কারণ ব্যাখ্যা করেনি কোম্পানিটি। 

এছাড়া ব্রাউজারভিত্তিক এক্সবক্স মোবাইল স্টোরও তৈরি করছে কোম্পানিটি। এতে মাইক্রোসফটের স্টুডিও থেকে তৈরি করা প্রথম পক্ষের গেমগুলো প্রাধান্য পাবে। অর্থাৎ মাইক্রোসফটের নিজস্ব গেমগুলো এখানে বেশি পাওয়া যাবে। 

এই স্টোরটি প্রাথমিকভাবে ‘গেম ডিল’ এবং ‘ইন-গেম আইটেম’ বিক্রির ওপর গুরুত্ব দেবে। উদাহরণস্বরূপ, গেম কেনার আগে কোনও স্পেশাল অফার বা ডিসকাউন্ট দেওয়া হবেবা গেমের মধ্যে অতিরিক্ত আইটেম কেনার সুযোগ থাকবে (যেমন, ইন-গেম কসমেটিক্স, গেম প্যাকেজ, ইত্যাদি)। 
 
স্টোরটি জুলাই মাসে চালু করার পরিকল্পনা ছিল মাইক্রোসফটের। তবে এখন পর্যন্ত এটি সম্পূর্ণ চালু হয়নি। গত আগস্টে মাইক্রোসফট জানায়, স্টোরটির পরীক্ষামূলক (বেটা) সংস্করণ চালু করেছে কোম্পানিটি এবং কাজ ভালোভাবে এগিয়ে চলছে। ভবিষ্যতে আরও বিস্তারিত তথ্য শেয়ার করা হবে।

স্টোরটি মূলত ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যাবে। তাই মোবাইল অ্যাপের বাইরেও স্টোরটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে অ্যাক্সেস করা যাবে। 

তথ্যসূত্র: দ্য ভার্জ

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হবে, তবু ‘বিক্রি নয়’

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

স্মার্টফোনে বিশেষ ছাড় দিয়েও চীনে শীর্ষস্থান হারাল অ্যাপল

কর্মদক্ষতার বিচারে ৩৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা

সেকশন