সৌদি আরবে আকাশে উড়ন্ত গাড়ি চালু করতে কাজ করছে ফরাসি প্রকৌশল ও পরামর্শক প্রতিষ্ঠান সিটেক গ্রুপ। ইউরোপীয় অংশীদার ও নির্মাতাদের সহযোগিতায় উড়ন্ত গাড়ি তৈরির এ ধারণাটির পেছনে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য মূলত আকাশপথে মানুষের চলাচল ও পণ্য পরিবহন সহজ করা।
সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে দুবাইও ২০২৬ সাল নাগাদ উড়ন্ত ট্যাক্সি চালু করার চিন্তা করছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। মূলত ট্রাফিক পরিস্থিতি উন্নত করতে বিকল্প হিসেবে উড়ন্ত ট্যাক্সি চালু করার কথা ভাবছে দেশগুলো। এখন এ দৌড়ে নেমেছে সৌদি আরবও।
ফরাসি এ প্রকৌশল প্রতিষ্ঠানটি গতিশীলতার জন্য নতুন নতুন সব উপায় নিয়ে কাজ করছে। বিশেষ করে, উপসাগরীয় অঞ্চলের স্মার্ট শহরের জন্য গণপরিবহন ও উন্নত যাতায়াত ব্যবস্থা তৈরির লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিটেক গ্রুপের এক অংশীদার প্যাট্রিক বিটেইক বলেন, ‘এটা এক ধরনের এয়ার ট্যাক্সি। আমরা রিয়াদের জন্য প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করেছি। রিয়াদকে আশপাশে গড়ে ওঠা দিরিয়া এবং কিদ্দিয়াহের মতো নতুন কেন্দ্রগুলোর সঙ্গে সংযুক্ত করতে পরিষেবাটি আগামী কয়েক বছরের মধ্যে বাস্তবায়িত করা হবে। এতে রাস্তার অবকাঠামো সহজ হবে এবং বিভিন্ন কেন্দ্রের মধ্যে দ্রুত যাতায়াত করা সম্ভব হবে।’
বিটেইক বলেন, ‘আকাশপথে যাতায়াতের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমোদনের প্রয়োজন হয়। নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করার জন্য বিভিন্ন করিডর নিয়ে কাজ করতে হয়। নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর নির্ভর করে এতে কয়েক বছর লাগতে পারে। তবে ২০৩০ সালের জন্য এ প্রকল্পটি তৈরি করা যেতে পারে।’
গত কয়েক বছরে ফরাসি–সৌদি আন্তঃসরকারি চুক্তির মাধ্যমে আল–উলা শহরে ব্যাপক উন্নয়ন হয়েছে। অংশীদারত্বগুলো সৌদি আরবের আল–উলা শহরটিকে সংস্কৃতি এবং পর্যটনের ক্ষেত্রে প্রধান আন্তর্জাতিক গন্তব্যে পরিণত করার উদ্দেশ্যই নির্দেশ করে।
আল–উলার সঙ্গে বেশ কয়েকটি ফরাসি প্রতিষ্ঠান কাজ করছে, এর মধ্যে সিটেকও একটি।
এর আগে গত ১ ডিসেম্বর বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি নিয়ে কাজ করা ব্রাজিলভিত্তিক সংস্থা ‘ইভিই এয়ার মোবিলিটি’র সঙ্গে চুক্তি করে সৌদি আরবের মধ্যবিত্তের বিমান সংস্থা হিসেবে পরিচিত ‘ফ্লাইনাস’। সৌদি আরবে বৈদ্যুতিক গাড়ির টেক–অফ এবং ল্যান্ডিং অপারেশনের সম্ভাব্যতা যাচাই করার জন্য এ চুক্তি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সৌদি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যাশা অনুযায়ী ২০২৬ সালের মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং বন্দরনগরী জেদ্দার আকাশে উড়ন্ত ট্যাক্সির চলাচল শুরু হবে।