প্রযুক্তিগত উদ্ভাবনের বিকাশে স্যামসাং এবার বাজারে নিয়ে এল ১৪ ন্যানোমিটারভিত্তিক ১৬ গিগাবাইট (জিবি) লো পাওয়ার ডাবল ডেটা রেট ফাইভএক্স (এলপিডিডিআরফাইভএক্স) ডির্যাম। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফাইভজি প্রযুক্তি এবং মেটাভার্সের মতো উচ্চগতির ডেটা সেবা অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে প্রযুক্তিগত প্রবৃদ্ধি বাড়িয়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে ডিজাইন করা হয়েছে।
এই প্রযুক্তি ভবিষ্যতের ফাইভজি অ্যাপ্লিকেশনগুলোর গতি, ক্ষমতা এবং শক্তি সঞ্চয়কে উল্লেখযোগ্যভাবে বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। এটি সেকেন্ডে ৮.৫ গিগাবাইট (জিবিপিএস) পর্যন্ত ডেটা প্রসেসিং গতি প্রদানে সক্ষম। এটি এলপিডিডিআরফাইভের ৬.৪ জিবিপিএসের চেয়ে ১.৩ গুণ বেশি দ্রুত। এ খাতের সবচেয়ে আধুনিক ১৪ ন্যানোমিটার ডির্যাম প্রক্রিয়া প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি এলপিডিডিআরফাইভ মেমোরির তুলনায় প্রায় ২০ শতাংশ কম শক্তি ব্যবহার করবে।
তা ছাড়া এর ১৬ গিগাবাইট এলপিডিডিআরফাইভএক্স চিপ প্রতি মেমোরি প্যাকেজে ৬৪ জিবি পর্যন্ত সক্ষমতা প্রদান করবে, যা বিশ্বব্যাপী উচ্চক্ষমতার মোবাইল ডির্যামের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভূমিকা রাখবে। এর ফলে এই নতুন প্রযুক্তি স্মার্টফোনের হাই-পারফরমেন্স এবং লো-পাওয়ার মেমোরির ব্যবহারকে আরও বর্ধিত করে এআই এবং এজ অ্যাপ্লিকেশন পর্যন্ত বিস্তৃত করবে।