হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ১৫ আসছে নতুন ফিচার নিয়ে

নয়ন রহমান

অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন উন্মুক্ত হওয়ার সময় যত ঘনিয়ে আসছে, ততই এতে দুর্দান্ত সব নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি আইস ফ্রি নামে চমৎকার একটি ক্যামেরা এক্সটেনশনের কথা ঘোষণা করেছে, যেটি থার্ড পার্টি অ্যাপে ধারণ করা ভিডিওগুলো স্ট্যাবিলাইজ করার দারুণ সুবিধা দেবে।

আগে অ্যান্ড্রয়েডে একটি চতুর্থ স্ক্রিন ম্যাগনিফিকেশন শর্টকাট বৈশিষ্ট্য যুক্ত ছিল। নতুন ভার্সনে দুই আঙুলের ডাবল ট্যাপ স্ক্রিন ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে। সহজ করে বললে, এর মাধ্যমে ডিসপ্লের নির্দিষ্ট অংশ ট্যাপ করলে জুম করার সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডে বর্তমানে জুম করার জন্য প্রচলিত তিনটি পদ্ধতির তুলনায় এটি বেশ সহজ ও স্বচ্ছন্দময়। প্রথম পদ্ধতিতে একটি অন-স্ক্রিন বোতাম চেপে ধরে রাখতে হয়। এটি সুবিধাজনক কিন্তু ব্যবহারকারীর আঙুলের প্রয়োজনীয় অংশটি অস্পষ্ট করে দেয় এবং শুধু কেন্দ্রে জুম করে।

দ্বিতীয় পদ্ধতিতে উভয় ভলিউম বোতাম ধরে রাখতে হয়। এটি স্ক্রিন উন্মুক্ত রাখে, কিন্তু সক্রিয় হতে একটু সময় নেয়। তৃতীয় পদ্ধতিটি সবচেয়ে ভালো। এখানে মোবাইল ফোনের ডিসপ্লেতে তিনবার ট্যাপ করলে একটি নির্দিষ্ট এলাকায় জুম করতে পারা যায়। তবে এটি করার ফলে অ্যান্ড্রয়েড ডিভাইসটি ধীর হয়ে যায় এবং তাৎক্ষণিক কাজে বিঘ্ন ঘটায়। মজার ব্যাপার হলো, ট্রিপল-ট্যাপ পদ্ধতিটি ব্যবহারকারীদের কর্মক্ষমতা হ্রাস সম্পর্কে সতর্ক করে।

তবে নতুন ডাবল ট্যাপ ফিচারটি ঝামেলামুক্ত এবং মুহূর্তের মধ্যে স্ক্রিনে দেখা যাওয়া কোনো কিছু জুম করে নেয়। এই ডাবল ট্যাপ ফিচারটিকে সহজতর সেবা হিসেবে ভাবা হচ্ছে। এ ফিচারটি দ্রুত কর্মক্ষম হবে। সেই সঙ্গে ট্রিপল ট্যাপের থেকেও দ্রুততম সময়ে সেবা দিতে পারবে। গুগল জানিয়েছে, পরীক্ষামূলক টেস্টিংয়ে এটি কিছুটা স্লো কাজ করছে। তবে চূড়ান্ত আপডেটের আগে এই সমস্যা সমাধান করা হবে বলে জানানো হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণে এটি অনন্য বৈশিষ্ট্য হবে বলে দাবি করা হচ্ছে। নতুন সংস্করণে অব্যবহৃত নোটিফিকেশন হাইড রাখা বা ডার্ক মুডে অ্যাপ ব্যবহার করার মতো কিছু ফিচার নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি, টেকঅর্ডার

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের