অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে চীনা কোম্পানি হিকভিশন ও ডাহুয়ার নজরদারি সরঞ্জাম বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ৬৭ জন এমপি এবং একটি দল।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, চীনে সংখ্যালঘু উইঘুর জনগোষ্ঠীর ওপর মানবাধিকার লঙ্ঘনের জেরে এই আহ্বান জানানো হয়। হিকভিশন এবং ডাহুয়া নামের কোম্পানি দুটির বিরুদ্ধে উইঘুর বন্দিশিবিরে ব্যবহৃত ক্যামেরা প্রযুক্তি সরবরাহ করার অভিযোগ উঠেছে।
ক্যাম্পেইন গ্রুপ বিগ ব্রাদার ওয়াচের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, যুক্তরাজ্যজুড়ে অনেক সরকারি সংস্থা চীনা এই প্রতিষ্ঠান দুটির তৈরি সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৭৩% কাউন্সিল, ইংল্যান্ডে ৫৭% মাধ্যমিক বিদ্যালয় এবং ১০টি এনএইচএস ট্রাস্টের মধ্যে ছয়টি, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পুলিশ বাহিনী।
গ্রুপগুলোর দাবি, চীনা ফার্ম হিকভিশনের তৈরি ক্যামেরা জিনজিয়াংজুড়ে বসানো হয়েছে এবং উইঘুর বন্দিশিবিরে ব্যবহৃত ক্যামেরা প্রযুক্তি সরবরাহ করে থাকে কোম্পানিটি।
উল্লেখ্য, চীনের জিনজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের বন্দিশিবিরে ১০ লাখেরও বেশি উইঘুর এবং অন্য সংখ্যালঘুদের রাখা হয়েছে। সেখানে নির্যাতন, জোরপূর্বক শ্রম ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। যদিও বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে চীন।