হোম > প্রযুক্তি

বিশ্বজুড়ে শতাধিক সন্তানের জনক টেলিগ্রামের সিইও পাভেল

বিশ্বজুড়ে শতাধিক সন্তানের জনক টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ। গত শনিবার (২৪ আগস্ট) প্যারিসের উত্তরে অবস্থিত লা বুরজে বিমানবন্দরে গ্রেপ্তার হওয়ার পর এমন তথ্য সামনে আসল। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

রুশ বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী ধনকুবেরকে টেলিগ্রাম অ্যাপ সম্পর্কিত একটি অপরাধে জড়িত থাকার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বলে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তারের পর থেকেই তাকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তাঁর সম্পর্কে নানা গুজব প্রচলিত আছে। এগুলোর মধ্যে অন্যতম তিনি শতাধিক সন্তানের পিতা। 

মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে ‘রাশিয়ার ইলন মাস্ক’ নামে পরিচিত পাভেলের জীবনের নানা জানা-অজানা তথ্য উঠে এসেছে। তার সঙ্গে বিশ্লেষকেরা মার্ক জাকারবার্গের কারিগরি জ্ঞান ও প্রাচুর্য, জ্যাক ডরসের উদ্ভট জীবনযাপন ও ইলন মাস্কের স্বাধীনতাকামী কার্যকলাপের মিল খুঁজে পান। সঙ্গে মাস্কের মতো তিনিও অসংখ্য সন্তান জন্মদানের ধারণায় বিশ্বাসী। 

জুলাইতে পাভেল বলেন, তিনি গত ১৫ বছরে স্পার্ম ডোনেট করে শতাধিক সন্তানের পিতা হয়েছেন। টেলিগ্রামকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তার সন্তানেরা ১২টি দেশে ছড়িয়ে আছে। 

ব্লুমবার্গের দেওয়া তথ্য মতে, তার রয়েছে ৯১৫ কোটি ডলারের সম্পদ। ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়াসহ অন্তত ৬-৭টি দেশের পাসপোর্ট রয়েছে তাঁর। বেশ কয়েকটি দেশে নিজের বাড়িও আছে পাভেলের। প্রায় এক দশক তিনি নির্দিষ্ট কোনো দেশ বসবাস না করেই কাটিয়েছেন। সরকারি নজরদারি এড়িয়ে ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ করেছেন। 

গত ২৪ আগস্ট ব্যক্তিগত বিমানে প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে নামতেই ফরাসি পুলিশের হাতে গ্রেপ্তার হন পাভেল। টেলিগ্রাম অ্যাপকে অপরাধমূলক কাজে ব্যবহার থেকে আটকাতে ব্যর্থ হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

২০১৮ সালে রাশিয়া এই অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটে। অভিযোগ, টেলিগ্রাম অ্যাপের তথ্যভান্ডার রুশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় পাভেলকে। সেই চাপের হাত থেকে বাঁচতে ২০১৪ সালে রাশিয়া ছাড়েন তিনি।

ট্রাম্পের শুল্ক স্থগিতের পর শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বাজারমূল্য বাড়ল ১.৫ ট্রিলিয়ন ডলার

ব্যবসায় ফেসবুক গ্রুপের গুরুত্ব, খুলবেন কীভাবে

সিনেমার গল্প বাস্তবে: সম্ভাব্য খুনি চিহ্নিত করতে সফটওয়্যার বানাচ্ছে যুক্তরাজ্য

ফেসবুকের কমেন্টেও রিপোর্ট করা যাবে, যুক্ত হলো নতুন অপশন

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক সেবা শুরু

যুক্তরাষ্ট্রে কারখানা না করলে টিএসএমসিকে ১০০ শতাংশ শুল্ক ও জরিমানার হুমকি

অভিভাবকের অনুমতি ছাড়া ইনস্টাগ্রামে লাইভ করতে পারবে না কিশোর-কিশোরীরা

ফেসবুক রিলসে থাম্বনেইল কেন গুরুত্বপূর্ণ, কীভাবে করবেন

টেলিগ্রামকে ৮০ হাজার ডলার জরিমানা করল রাশিয়া

মেটার নতুন মাল্টিমোডাল এআই মডেল লামা ৪, বিশেষত্ব কী