Ajker Patrika
হোম > প্রযুক্তি

মেসেজের অনুবাদ করে দেবে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক

মেসেজের অনুবাদ করে দেবে হোয়াটসঅ্যাপ

দেশ-বিদেশের বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। তাই মেসেজগুলো অন্য ভাষায় অনুবাদ করার জন্য ‘লাইভ ট্রান্সলেশন’ ফিচার নিয়ে কাজ করছে মেটা। ফিচারটি অন-ডিভাইস প্রসেসিংয়ের মাধ্যমে কাজ করবে এবং গুগলের লাইভ ট্রান্সলেশন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হতে পারে। 

অ্যাপটির অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ১.২৪. ১৫.৮ এ ফিচার দেখতে পায় হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো। প্রতিবেদনে বলা হয়, মেসেজের জন্য লাইভ ট্রান্সলেশন ফিচারটি ডিভাইসে প্রক্রিয়াধীন করবে। অর্থাৎ ডেটাগুলো ক্লাউড সার্ভারে পাঠানোর পরিবর্তে স্থানীয়ভাবে সংরক্ষণ করা হবে। ফিচারটিতে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা থাকবে। 

ফিচারটি ব্যবহার করার জন্য বিভিন্ন ভাষার ফাইলগুলো শুধু ডাউনলোড করে নিতে হবে। প্রাথমিকভাবে ইংরেজি ও হিন্দি ভাষায় মেসেজগুলো অনুবাদ করে দেবে হোয়াটসঅ্যাপ। পর্যায়ক্রমে আরও ভাষার সমর্থন দেবে অ্যাপটি। ডাব্লুএবেটাইনফো বলছে, চ্যাট করার সময়ই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে দেবে প্ল্যাটফর্মটি। অর্থাৎ মেসেজগুলোর অনুবাদ পেতে অ্যাপ থেকে বেরিয়ে আসতে হবে না। 

তবে লাইভ ট্রান্সলেশন ফিচারটি এখনো বেটা সংস্করণেও ব্যবহার করা যাচ্ছে না। কারণ, এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সুতরাং যাঁরা গুগল প্লের বেটা প্রোগ্রামের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বেটার সর্বশেষ সংস্করণ ব্যবহার করেন, তাঁরাও এটি ব্যবহার করতে পারবেন না। 

মেসেজগুলো লাইভ অনুবাদের পাশাপাশি ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরের ফিচার নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে পাঠানো বা প্রাপ্ত উভয় ধরনের ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তর করা যাবে। এ জন্য ভয়েস মেসেজের নিচে একটি নতুন ব্যানার দেখা যাবে। এই ব্যানারের মাধ্যমে জিজ্ঞেস করা হবে, ভয়েস মেসেজগুলোর টেক্সটে রূপান্তর করতে চান কি না। 

ফিচারটি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৪. ১৫.৫ এ দেখা গেছে। 

তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়

বিশ্বের দামি ১০ মোবাইল ফোন

স্কাইপ থেকে মাইক্রোসফট টিমস