হোম > প্রযুক্তি

আইফোনে ‘আই’ কেন

আয়শা আফরোজা

বিশ্বব্যাপী কোটি মানুষের পছন্দের মুঠোফোন অ্যাপলের আইফোন। ২০০৭ সালে যাত্রা শুরু করে আইফোন বিশ্বব্যাপী যে ঝড় তুলেছিল, তা মনে হয় না শিগগির থামবে; বরং ফিচার নিয়ে কিছু সমালোচনা বাদ দিলে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।

আইফোন এখন মধ্যবিত্তের হাতেও চলে এসেছে। দাম বেশি হলেও অত্যাধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন লুক আর নিরাপত্তার কারণে বিশ্বব্যাপী অ্যাপল পণ্যের চাহিদা তুঙ্গে।

আইফোনের নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল। এ প্রতিষ্ঠানের পণ্য শুধু আইফোন নয়; আছে আইপড, আইপ্যাড, আইম্যাক কম্পিউটার ইত্যাদি। এসব পণ্যের কারণে অ্যাপল এখন প্রযুক্তিপণ্য তৈরিকারী প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়তার শিখরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অ্যাপলের তৈরি পণ্যে নামের আগে ‘আই’ থাকে কেন।

আই কোথা থেকে এল
১৯৯৮ সালে বিল্টইন ইন্টারনেট অ্যাকসেস দিয়ে প্রথম যে পারসোনাল কম্পিউটার বাজারে আনা হয়েছিল, তা ছিল আইম্যাক। তখন আদ্যক্ষর ‘আই’ ব্যবহার করা হয়েছিল। সে সময় অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন স্টিভ জবস। তিনিই প্রথম ‘আইম্যাক’ শব্দটি ব্যবহার করেন। এরপর অ্যাপলের বিভিন্ন পণ্যের নামের সঙ্গে আদ্যক্ষর ‘আই’ জুড়ে দেওয়া হয়।

আইফোনের আই আসলে কী
স্টিভ জবস যখন আইম্যাক প্রদর্শনীর আয়োজন করেন, তখন তিনি একটি নয়; বরং ‘আই’-এর পাঁচটি সম্ভাব্য অর্থ উপস্থাপন করেন। তিনি বলেন, আই অর্থ হলো ইন্টারনেট, ইনডিভিজ্যুয়াল (স্বতন্ত্র), ইনস্ট্রাক্ট (নির্দেশ), ইনফর্ম (জানানো) ও ইন্সপায়ার (অনুপ্রাণিত করা)।

জবস বলেছিলেন, আই-এর আসলে কোনো অফিশিয়াল অর্থ ছিল না। এটি শুধু একটি ব্যক্তিবাচক সর্বনাম ও নির্দেশনার প্রতীক ছিল, যা কর্মচারী ও গ্রাহকদের কোম্পানির মূল্যবোধ এবং নীতি শেখানোর জন্য ব্যবহার করা হয়েছে।

ব্যবহারকারীদের অনেকের মধ্যে একটি ভাবনা চলে এসেছে যে আই অর্থ তিনি ও তাঁর সত্তা। এখন আইকে ব্যবহারকারীর অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানটির উদ্ভাবনী শক্তি হিসেবেই ধরা হয়।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের