হোম > প্রযুক্তি

যেসব উপায়ে চ্যাটিজিপিটিতে ফাইল আপলোড করবেন 

পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল শিট বা সিভিএস ফাইলের সারসংক্ষেপ তৈরি করে দিতে পারে চ্যাটজিপিটি। ফলে বিশাল আকারের ডকুমেন্ট পুরোটা না পড়েই এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন আপনি। ফলে ব্যস্ততার মধ্যে সময় বাঁচাবে চ্যাটজিপিটি। খুব সহজেই চ্যাটবটটিতে ফাইল আপলোড কতে পারবেন।

অ্যাকাউন্ট তৈরি না করেও চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। তবে কোনো অ্যাকাউন্ট ছাড়া চ্যাটবটটি ব্যবহার করলে এর বেশ কিছু ফিচার ব্যবহার করা সম্ভব হয় না। তাই ফাইল আপলোডের জন্য অ্যাকাউন্ট তৈরি করে এরপর নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।

চ্যাটজিপিটিতে কয়েকটি উপায়ে ফাইল আপলোড করা যায়। নিজের পছন্দ ও ফাইল কোথায় রাখা রয়েছে, তার ওপর ভিত্তি করে প্রক্রিয়াটি নির্বাচন করতে পারবেন।

পেপারক্লিপ আইকোনের মাধ্যমে: চ্যাটজিপিটিতে লগ ইন করুন। এরপর পেপারক্লিপ আইকোনে খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। এই আইকোনে ট্যাপ করলে আপলোডের প্রক্রিয়া শুরু হবে। ডিভাইসের ফাইল আপলোড করার জন্য অনুমতি দিন। কম্পিউটার বা ক্লাউড স্টোরেজ সার্ভিস থেকে ফাইল নির্বাচন করুন এবং আপলোড করুন।

গুগল ড্রাইভ থেকে ফাইল আপলোড: যদি আপনরা কাঙ্ক্ষিত ফাইলগুলো গুগল ড্রাইভে থাকে, তাহলে গুগল অ্যাকাউন্টের সঙ্গে চ্যাটজিপিটিকে কানেক্ট করতে হবে। এই প্রক্রিয়ায় পিডিএফ, গুগল ডকস ও গুগল শিটসের মতো ফাইল চ্যাটজিপিটিতে আপলোড করা যায়। এবারও গুগল ড্রাইভের ফাইল অ্যাকসেস করার অনুমতি দিতে হবে।

মাইক্রোসফট ওয়ান ড্রাইভ থেকে: মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ থেকেই চ্যাটজিপিটিতে ফাইল আপলোড করা যায়। এ ক্ষেত্রেও আপনাকে ওয়ান ড্রাইভ অ্যাকাউন্টকে চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে হবে। এর মাধ্যমে পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল শিটের মতো ফাইল আপলোড করা যাবে।

কম্পিউটার থেকে সরাসরি আপলোড: কম্পিউটারের ফাইল স্টোরেজ থেকে সরাসরি ফাইল আপলোড করতে হয়। প্রায় সব ধরনের ফাইলই এই প্রক্রিয়া আপলোড করা যায়।

স্মার্টফোন থেকে আপলোড: স্মার্টফোন থেকে আপলোডের জন্য ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে যেতে হবে বা চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড করতে হবে। চ্যাটজিপিটি অ্যাপে ফাইল আপলোডের জন্য প্রথমেই লগ ইন করতে হবে। এরপর ডান পাশের নিচের দিকে ফোল্ডার আইকোনে ট্যাপ করুন। স্মার্টফোন থেকে ফাইল অ্যাকসেসের অনুমতি দিতে হবে। এরপর স্মার্টফোনের ফাইল ম্যানেজার চালু হবে। সেখান থেকে পছন্দের ফাইল আপলোড করুন।

চ্যাটজিপিটি আপনার ফাইলগুলোর বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি করে দিতে পারবে। ফাইল আপলোডের পর চ্যাটজিপিটি দিয়ে যা যা করা যাবে তা তুলে ধরা হলো—

ডকুমেন্ট বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি: ফাইল আপলোড করলে চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে এগুলো বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি করতে পারবে। ফাইলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য গুলো জানিয়ে দেবে। বড় ও জটিল ফাইলগুলোর জন্য এটি ফিচার কাজে দেবে।

ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও টেবিল তৈরি: ফাইলগুলো ডেটা বা তথ্য দিয়ে চ্যাটজিপিটি বিভিন্ন ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও টেবিল তৈরি করে দিতে পারবে। 
চ্যাটজিপিটির টুলগুলো ব্যবহার করে ডেটা দিয়ে আকর্ষণীয় ভিজ্যুয়াল উপস্থাপনা ও টেবিল তৈরি করে দেবে।

ডেটা বিশ্লেষণ: ফাইল আপলোড করে এর মাধ্যমে ফাইলের অভ্যন্তরীণ ডেটা বা তথ্য বিশ্লেষণ করার জন্য চ্যাটজিপিটিকে নির্দেশনা দিতে পারবে। এটি বিভিন্ন ট্রেন্ড, প্যাটার্ন ও মূল বিষয়বস্তু শনাক্ত করতে পারে।

তথ্যসূত্র: গিকি গ্যাজেটস

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের