Ajker Patrika
হোম > প্রযুক্তি

চার্জার ছাড়া আইফোন বিক্রি, অ্যাপলকে জরিমানা ২ কোটি ডলার

অনলাইন ডেস্ক

চার্জার ছাড়া আইফোন বিক্রি, অ্যাপলকে জরিমানা ২ কোটি ডলার

চার্জার ছাড়া আইফোন বিক্রি করাকে ভোক্তাদের জন্য অবমাননাকর আখ্যা দিয়ে অ্যাপলকে ২ কোটি মার্কিন ডলার জরিমানা করেছেন ব্রাজিলের বিচারক কারামুরু আফোনসো ফ্রান্সিসকো। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোক্তাদের আইফোনের জন্য বাড়তি পণ্য ক্রয় করতে বাধ্য করায় এই সিদ্ধান্ত নেন তিনি।

এর আগে গত সেপ্টেম্বরে ব্রাজিলের বিচার মন্ত্রণালয় একই ইস্যুতে অ্যাপলকে প্রায় ২৫ লাখ মার্কিন ডলার জরিমানা করেছিল।

এএফপি জানিয়েছে, সাও পাওলোর দেওয়ানি আদালতের ওই বিচারক ব্রাজিলের ভোক্তা সমিতির পক্ষ থেকে দায়ের করা মামলায় ক্ষতিপূরণ হিসেবে অ্যাপলের কাছে ১০ কোটি রিয়াস (ব্রাজিলিয়ান মুদ্রা) দাবি করেন। 

২০২০ সালের অক্টোবর থেকে বৈদ্যুতিক বর্জ্য নিরসনের লক্ষ্যে অ্যাপল তাদের ফোনের সঙ্গে বিনা মূল্যে চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। 

বিচারক কারামুরু মামলার রায়ে বলেন, ‘অ্যাপলের এমন কার্যক্রম গ্রাহকদের বাড়তি চার্জার কিনতে বাধ্য করছে।’ এ ছাড়া তিনি গত দুই বছরে আইফোন ১২ ও ১৩ মডেলের পুরোনো ক্রেতাসহ সব ক্রেতার কাছে চার্জার সরবরাহ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে গত সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্ট ২০২৪ সাল থেকে সব ইলেকট্রনিক গ্যাজেটে একই ধরনের (ইউএসবি টাইপ সি) চার্জার পোর্ট ব্যবহারের আইন পাস করেছে, যা অ্যাপলকে তাদের আইফোনের ডিজাইন পরিবর্তন করতে বাধ্য করবে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা উন্নত করবে আইইউবির শিক্ষার্থীর এআই মডেল

এয়ারপডে ক্যামেরা ও এআই যুক্ত করবে অ্যাপল

এআইয়ের বিকল্প কৃত্রিম মানবমস্তিষ্ক, যুগান্তকারী কম্পিউটার বানালেন বিজ্ঞানীরা

আইফোনে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে আলটিমেটাম ব্রাজিলের

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

হোয়াটসঅ্যাপের মেসেজ সুরক্ষিত রাখবেন যেভাবে

গ্যালাক্সি এস২৫ এজের দাম ও স্পেসিফিকেশন ফাঁস

নিজস্ব এআই রিজনিং মডেল আনছে মাইক্রোসফট

হোয়াটসঅ্যাপ চ্যানেলে আয়ের সুযোগ, খুলবেন যেভাবে

স্মার্টফোনের কোন স্ক্রিনের জন্য কেমন প্রটেক্টর