হোম > প্রযুক্তি

অগমেন্টেড রিয়্যালিটির জন্য স্ন্যাপচ্যাটের নতুন এআই টুল 

অনলাইন ডেস্ক

স্ন্যাপচ্যাটে ফিল্টারগুলোর মাধ্যমে বাস্তবজীবনের সঙ্গে বিভিন্ন ত্রিমাত্রিক উপাদান জুড়ে দেওয়া যায়। এসব ফিল্টার চালু করলে দেখা যাবে যে, আপনি হয়তো কোনো জঙ্গলের সামনে বা আপনার ঘরেই কোনো কার্টুন চরিত্র নাচছে। এগুলো স্ন্যাপচ্যাটের অগমেন্টেডে রিয়্যালিটির মাধ্যমে সম্ভব হয়। এবার এই অগমেন্টেড রিয়্যালিটির সঙ্গে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল যুক্ত করলে প্ল্যাটফর্মটির মূল কোম্পানি স্ন্যাপ।

অগমেন্টেড রিয়্যালিটির (এআর) ব্যবহার সফলভাবে শুরু করে স্ন্যাপচ্যাটই। প্রতিযোগী কোম্পানি মেটার চেয়ে ছোট কোম্পানি হলে এটি উন্নত মানে ও মজাদার স্পেশাল ইফেক্ট ব্যবহার করতে দেয়। এটি স্ন্যাপচ্যাটের লেন্স অপশনে থাকে। এই ফিচার ব্যবহারকারীদের ও বিজ্ঞাপনদাতাদের আকর্ষণ করে।

স্ন্যাপচ্যাটের ডেভেলপাররা এবার এআইভিত্তিক লেন্স তৈরি করেছেন। এটি কনটেন্ট তৈরিতে প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।

কোম্পানিটি ‘লেন্স স্টুডিও’ নামে একটি ডেভেলপার প্রোগ্রামও উন্মোচন করেছে। স্ন্যাপচ্যাট বা অন্য ওয়েবসাইট ও অ্যাপের জন্য চিত্রশিল্পী ও ডেভেলপাররা এই প্রোগ্রাম ব্যবহার করে এআর ইফেক্ট তৈরি করতে পারবে।

স্ন্যাপের চিফ টেকনোলজি অফিসার ববি মারফি বলেন, এআর ইফেক্ট তৈরি করতে যে সময় লাগে তা সপ্তাহ থেকে ঘণ্টায় নামিয়ে দেবে এই উন্নত লেন্স স্টুডিও। সেই সঙ্গে জটিল ইফেক্ট তৈরি করতেও সাহায্য করবে।

এক সাক্ষাৎকারে মারফি বলেন, টুলগুলো সৃজনশীল ক্ষমতা প্রসারিত করে। এগুলো ব্যবহার করাও সহজ। অনভিজ্ঞরাও খুব দ্রুত অনন্য কিছু তৈরি করতে পারবে।

লেন্স স্টুডিও এখন অনেকগুলো এআই টুল পাওয়া যাবে। যেমন: এআই অ্যাসিস্ট্যান্ট যা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবে। এ ছাড়া চিত্রশিল্পী বা ডিজাইনাররা কোনো নির্দেশনা দিলে আরেকটি এআই টুল স্বয়ংক্রিয়ভাবে ত্রিমাত্রিক ছবি তৈরি করে দেবে। এগুলো স্ন্যাপচ্যাটের এআর লেন্সে ব্যবহার করা যাবে।

আগের এআর টুলগুলো শুধু সাধারণ ইফেক্ট তৈরি করতে পারত। যেমন: ভিডিওতে কারও মাথায় ডিজিটাল টুপি পরিয়ে দেওয়া। দিন দিন স্ন্যাপচ্যাটের প্রযুক্তি উন্নত হওয়ার কারণে এআর ডেভেলপাররা আরও বাস্তবসম্মত ফিল্টার তৈরি করতে পারে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন