হোম > প্রযুক্তি

নতুন স্মার্টফোনে দ্রুত ডেটা স্থানান্তরের ফিচার আনছে গুগল 

পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডেটা নতুন স্মার্টফোনে স্থানান্তর করতে বেশ সময় ব্যয় করতে হয় ব্যবহারকারীদের। তাই দুই ফোনের মধ্যে ডেটা স্থানান্তরকে আরও দ্রুত ও সহজ করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল। 

বর্তমানে ব্যবহারকারীরা তিন পদ্ধতির মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডেটা স্থানান্তর করতে পারেন। উপযুক্ত কেবল, ওয়াইফাই সংযোগ ও গুগল ওয়ানের মাধ্যমে নতুন ফোনে ডেটা স্থানান্তর করা যায়। তবে এসব পদ্ধতি কিছুটা ধীর গতিতে কাজ করে করে। তাই এগুলোর মধ্য থেকে দুটি পদ্ধতিকে যুক্ত করে আরও আরও ভালো পদ্ধতি তৈরি করার পরিকল্পনা করছে গুগল। 

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে ‘অ্যাসেম্বল ডিবাগ’ অ্যাকাউন্ট থেকে বলা হয়, গুগলের ‘ডেটা রিস্টোর টুল’ অ্যাপের ১.০. ৬২৪৮৯২৫৭১ সংস্করণে নতুন একটি কোড দেখা গেছে। এই কোড দ্রুত ডেটা স্থানান্তরের সঙ্গে সম্পর্কিত। নতুন পদ্ধতিতে কেবল ও ওয়াইফাই একই সঙ্গে ব্যবহার করে ডেটা স্থানান্তর করতে হবে। ডেটা রিস্টোর টুলের এই প্রসেসটিকে গুগল ‘MultiTransportD 2 DTransport’ হিসেবে নামকরণ করছে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথোরিটি। 

এই ফিচারের সঙ্গে  ‘রিস্টোর এনিটাইম’ অপশন যুক্ত করতে পারে গুগল। নতুন স্মার্টফোন সেট করা হয়ে গেলেও এই অপশনের মাধ্যমে পুনরায় পুরোনো স্মার্টফোনে ডেটা স্থানান্তর করা যাবে। তবে এ জন্য পুরো ফোনটি রিসেট করতে হতে পারে। 

ডেটা ট্রান্সফার টুলের এই পরিবর্তন  পিক্সেল ৮এ ফোনে ও অ্যান্ড্রয়েড ১৪ এর নতুন আপডেটে নিয়ে আসা হতে পারে। 

এ ছাড়া গুগলের ক্রোম ব্রাউজারে ‘প্রিলোডিং’ নামে নতুন ফিচারও নিয়ে আসছে গুগল। এই প্রিলোডিং ফিচার গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবপেজগুলো ব্যাকগ্রাউন্ডে লোড করতে সাহায্য করে। অর্থাৎ খুব দ্রুতই পছন্দের ওয়েবসাইটগুলো লোড হয়ে যাবে। যার মাধ্যমে ব্যবহারকারীর সময় ও কষ্ট দুই বাঁচবে। এ ছাড়া কিছুদিন আগে আইফোনের ব্যবহারকারীদের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি উন্মোচন করেছে গুগল।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের