হোম > প্রযুক্তি

‘ভালোবাসা দিবসে’ দেশের বাজারে আসছে ‘রিয়েলমি ৯ আই’

অনলাইন ডেস্ক

এবার ভালোবাসা দিবসে দেশের বাজারে আসছে প্রথম স্ন্যাপড্রাগন ৬ হাজার ৮০৬ ন্যানোমিটার প্রসেসরের ফোন রিয়েলমি ৯ আই। এটিই হতে যাচ্ছে দেশের বাজারে রিয়েলমি ৯ সিরিজের প্রথম স্মার্টফোন। 

লিপ ফরোয়ার্ড টেকনোলজির মূলমন্ত্রে উজ্জীবিত রিয়েলমি ৯ সিরিজের প্রথম স্মার্টফোন ‘রিয়েলমি ৯ আই’তে থাকছে দুর্দান্ত প্রসেসর। এই নতুন চিপসেট ৬২ শতাংশ কম শক্তি খরচ করে এবং ১২ ন্যানোমিটার প্রসেসরের তুলনায় ৪৬ শতাংশ বেশি কার্যক্ষমতা প্রদান করে বলে ব্যবহারকারীরা এই ফোনে চমকপ্রদ পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। স্ন্যাপড্রাগন ৬৮০-এর সিপিইউ পারফরম্যান্স, দ্রুতগতিতে লঞ্চ, ঝামেলাহীন অ্যাপ্লিকেশন এবং নির্বিঘ্নে পেজ লোডিংয়ের সক্ষমতা ২৫ শতাংশ বেশি। এ ছাড়া জিপিইউ পারফরম্যান্স ১০ শতাংশ বৃদ্ধির সঙ্গে ডিভাইসটি উন্নত ফ্রেম রেট এবং এতে অনায়াসে গেম খেলা যায়। 

পাশাপাশি রিয়েলমি ৯ আই এই সেগমেন্টের প্রথম ৩৩ ওয়াট ডার্ট চার্জিং স্পেসিফিকেশনের স্মার্টফোন হতে যাচ্ছে। এ ছাড়া থাকছে হাই রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এই প্রাইজ সেগমেন্টের মধ্যে ডুয়েল স্টেরিও স্পিকার। ফোনটিতে দারুণ সব মুহূর্ত ক্যামেরাবন্দী করতে রয়েছে নাইটস্কেপ ক্যামেরা। নাইট মোড, প্যানারোমিক ভিউ, টাইম-ল্যাপস, পোর্ট্রেট মোড এবং এআই বিউটির মতো ট্রেন্ডি ফটোগ্রাফি ফাংশন প্রতিটি ছবিকে করে তুলবে আরও অসাধারণ।

এর পাশাপাশি রিয়েলমি তাদের উন্নত ‘১ +৫ +টি’ কৌশলের সঙ্গে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে দারুণ সব স্মার্টফোনের সঙ্গে রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করে। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিসরসহ খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমি ৬১ টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। 

রিয়েলমি সম্পর্কিত আরও পড়ুন:

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন