হোম > প্রযুক্তি

ফেসবুক-টিকটককে তলব করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিধিবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্য না রাখায় ফেসবুক-টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। আজ রোববার (২৮ জুলাই) মোবাইল অপারেটর ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা গতকাল (২৭ জুলাই) ফেসবুক, টিকটক ও অন্যান্য পপুলার সোশ্যাল মিডিয়াকে চিঠি দিয়েছি। ৩১ জুলাই ঢাকায় এসে লিখিত এবং মৌখিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছি। তারা যৌক্তিক ও সন্তোষজনক জবাব দিলে মাধ্যমগুলো খুলে দেওয়া হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি, তার খুব কমই তারা মুছেছে। উগ্রপন্থিদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগসমর্থিত ৫০টি পেজ টেকডাউন করা হয়েছে।’

পলক জানান, সরকার কোনো এপ্লিকেশন বন্ধ করেনি। সারাদেশে ইন্টারনেটও বন্ধ করা হয়নি। চলমান পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার জন্য কোথাও কোথাও সাময়িকভাবে ইন্টারনেট ডাউন করা হয়েছিল। এছাড়া সন্ত্রাসী ও নাশকতাকারীরা ডেটা সেন্টার ও ইন্টারনেট সংযোগ লাইন পুড়িয়ে ফেলায় ও কেটে ফেলায় বিভিন্ন জায়গায় ইন্টারিনেট সেবা বিঘ্নিত হচ্ছে।  

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কোনও অ্যাপ বন্ধ রাখার পক্ষে নই। বিশ্বের মোড়লরাই এসব করে।’ 

এর আগে প্রতিমন্ত্রী জানান রোববার বিকাল ৩টায় সারা দেশে ফোর-জি নেটওয়ার্ক চালু হবে। সংযোগ বন্ধ থাকায় বিনিময়ে ৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন মোবাইল গ্রাহকরা।

রিভেঞ্জ পর্নোকে অপরাধ গণ্য করে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া, বিতর্কিত ৯টি ধারা বাতিল

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণসহ ১০ পদক জয় বাংলাদেশের

এআইয়ের নকশায় তৈরি হচ্ছে ওষুধ, পরীক্ষামূলক ব্যবহার এ বছরই

বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো

ইনস্টাগ্রামের মতো যে ফিচার যুক্ত হলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে

স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৫ সিরিজের মোড়ক উন্মোচন কাল, দেখবেন যেভাবে

জাকারবার্গ, বেজোস ও মাস্ক: ট্রাম্পের শপথে মন্ত্রীদের আগে বিলিয়নিয়াররা

টিকটকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প

গাছে পানি দেওয়ার দেশীয় প্রযুক্তি

ভার্চুয়াল দুনিয়ার বাস্তব অভিজ্ঞতা

সেকশন