Ajker Patrika
হোম > প্রযুক্তি

ভিডিও এডিটের জন্য নতুন এআই টুল আনল গুগল ফটোজ 

অনলাইন ডেস্ক

ভিডিও এডিটের জন্য নতুন এআই টুল আনল গুগল ফটোজ 

অ্যান্ড্রয়েড ও আইওএসের জনপ্রিয় ছবি ও ভিডিও সংরক্ষনের অ্যাপ গুগল ফটোজ। এর মাধ্যমে ছবি ও ভিডিও এডিটও করা যায়। সম্প্রতি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কয়েকটি টুল যুক্ত করেছে গুগল। যার মাধ্যমে ভিডিও ক্লিপগুলো চমৎকারভাবে এডিট করা যাবে। টুলটি ভিডিও এডিটিংয়ের বিষয়টি আরও সহজ করবে। 

গুগল ফটোজের কোনো ভিডিওতে এখন ‘এডিট’ বাটনে ট্যাপ করলে টুলগুলো সহজেই দেখা যাবে। এতে ‘অটো ইনহ্যানস’ বাটন যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ফুটেজের রং ও মান আরও ভালোভাবে ফুটিয়ে তুলবে অ্যাপটি। 

নতুন স্পিড টুলও যুক্ত করেছে গুগল যা দিয়ে ভিডিওর গতি বাড়ানো বা কমানো যায়। অ্যাপটির ট্রিম টুলটি আপডেট করা হয়েছে, যাতে আরও ভালোভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে ভিডিওর ফুটেজ সঠিকভাবে কাটা যায়। 

গুগল ফটোজের ভিডিও এডিটের টুলে কতগুলো ভিডিও ‘প্রিসেট’ থাকবে। প্রিসেটগুলো স্বয়ংক্রিভাবে ভিডিও ফুটেজ কাটতে, আলো সামঞ্জস্যপূর্ণ করতে, গতি বাড়াতে–কমাতে এবং গতিশীল মোশন ট্র্যাকিং বা জুমের মতো ইফেক্ট প্রয়োগ করতে সাহায্য করবে। 

গুগল ফটোজ ছবি সম্পাদনার জন্য নতুন ফিচার যোগ করলেও অ্যাপে উন্নতমানের ভিডিও এডিটের ফিচারের অভাব ছিল। এ কারণে অনেক ব্যবহারকারী ভিডিও এডিট করতে টিকটক ও ইনস্টাগ্রামের মতো তৃতীয় পক্ষের অ্যাপের দিকে ঝুঁকেছিলেন। তবে নতুন এআই ফিচারগুলো অ্যাপটিকে আরও অনেক ব্যবহারকারীর কাছে আকর্ষণীয় করে তুলবে। 

ভিডিও এডিটের ফিচারগুলো সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। তবে পর্যায়ক্রমে বিভিন্ন ডিভাইসে টুলগুলো ছাড়া হবে। 

গত এপ্রিল মাসে ‘ম্যাজিক এডিটরের’ মতো একগুচ্ছ এআই টুল গুগল ফটোজে যুক্ত করা হয়। এসব টুলের মাধ্যমে ছবিতে থাকা অনাকাঙ্খিত কোনো কিছু সরানো, ছবির ঝাপসা ভাব দূর করা ও ছবির আলোর উৎসও পরিবর্তন করা সম্ভব। এর আগে গুগল ওয়ানের সাবস্ক্রাইবাররাই শুধু এসব টুল ব্যবহার করতে পারতেন। 

তথ্যসূত্র: ইন্ডিয়ার এক্সপ্রেস

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে দেখাবেন যেভাবে