হোম > প্রযুক্তি

রাশিয়ায় পরিষেবা কমাচ্ছে অ্যাপল, নাইকিসহ প্রসিদ্ধ ব্র্যান্ডগুলো

অনলাইন ডেস্ক

ইউক্রেন হামলার প্রতিবাদে করপোরেট প্রতিষ্ঠানগুলো রাশিয়ায় বাণিজ্যিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। সেখানে বড় ভূমিকা রাখছে অ্যাপল। রাশিয়া থেকে অ্যাপল পে এবং অ্যাপল ম্যাপের মতো পরিষেবাগুলো গুটিয়ে নিয়েছে। এদিকে প্রসিদ্ধ ব্র্যান্ড নাইকির অনলাইন অর্ডার বন্ধ রয়েছে। শুধু তাই নয় খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডগুলো এক দফায় তাদের বাজারের ক্ষেত্র কমিয়ে এনেছে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রযুক্তির হর্তাকর্তারা বলছেন, রাশিয়ান আগ্রাসনের বিষয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং এর মাধ্যমে তারা ‘সহিংসতার ফলে ক্ষতিগ্রস্তদের’ পাশে দাঁড়িয়েছে। 

যদিও নাইকি এ দ্বন্দ্বের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গ্রাহকেরা আর অনলাইনে এর পণ্য অর্ডার করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে, তারা রাশিয়ার গ্রাহকদের কাছে পণ্য সরবরাহের গ্যারান্টি দিতে পারছে না তাই অনলাইন অর্ডার নেওয়া বন্ধ করেছে। তারা ওয়েবসাইটে গ্রাহকদের নিকটস্থ নাইকি স্টোরে যাওয়ার নির্দেশনা দিয়েছে। এমনকি চলচ্চিত্র স্টুডিও, গাড়ি নির্মাতা এবং প্রযুক্তি সংস্থাগুলোও সম্প্রতি তাদের কর্মপরিধি কমিয়ে এনেছে। 

এ বিষয়ে ইউক্রেনের একজন পার্লামেন্ট সদস্য লেসিয়া ভসিলেঙ্কো টুইটারে লিখেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে, স্পোর্টসওয়্যারের মহারথীদের নেওয়া পদক্ষেপটি অন্য ব্যক্তিগত সংস্থাগুলোর ক্ষেত্রে একটি দুর্দান্ত উদাহরণ হতে পারে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন