Ajker Patrika
হোম > প্রযুক্তি

নির্ধারিত হলো টুইটার ব্লু টিকের সাবস্ক্রিপশন ফি 

প্রযুক্তি ডেস্ক

নির্ধারিত হলো টুইটার ব্লু টিকের সাবস্ক্রিপশন ফি 

টুইটার অ্যাপল ডিভাইসের জন্য এনেছে নতুন আপডেট। আপডেটটিতে বলা আছে, ব্লু টিক সাবস্ক্রাইবারদের মাসে গুনতে হবে ৭ দশমিক ৯৯ ডলার। যুক্তরাষ্ট্রে আগে ব্লু টিকের সাবস্ক্রিপশন ফি ছিল ৪ ডলার ৯৯ সেন্ট।

ব্লু টিক সাবস্ক্রিপশন ফি অঞ্চলভেদে আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে। অঞ্চলভেদে গ্রাহকদের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখেই ভবিষ্যতে এই ফি নির্ধারণ করা হবে। নতুন আপডেট অনুযায়ী, শুরুতেই সব অঞ্চলের ব্যবহারকারী টুইটারের নতুন ব্লু সাবস্ক্রিপশন সেবাটি পাবেন না। শুরুতে শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার নাগরিকেরা এই সেবা পাবেন।

টুইটারের ব্লু সাবস্ক্রাইবারেরা তাঁদের প্রোফাইলে পাবেন ব্লু টিক আইকন, যা আগে শুধু বড় করপোরেট অফিশিয়াল, তারকা ও বিখ্যাত ব্যক্তিরাই পাওয়ার যোগ্যতা রাখতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যে কেউ মাসিক ভিত্তিতে কিছু ডলার খরচ করেই তাঁদের টুইটার প্রোফাইলে পাবেন ব্লু টিক আর উপভোগ করতে পারবেন এর সুবিধাসমূহ।

শুধু অর্থের বিনিময়ে ব্লু টিক পাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করছেন নেটিজেনরা। তারা বলছেন, এর ফলে টুইটারে বাড়বে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা। একসময় ব্লু টিক পেতে টুইটার ব্যবহারকারীদের নিজেদের সম্বন্ধে সঠিক তথ্য প্রদান করতে হতো, যার এখন আর কোনো প্রয়োজন হবে না।

ফলে ভবিষ্যতে টুইটার প্রোফাইলে ব্লু টিকের আবেদনও কমে যাওয়ার ভবিষ্যদ্বাণী করছেন কেউ কেউ। তবে নানান সমালোচনার মুখেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক।

তবে ব্লু টিক সাবস্ক্রাইবারদের বেশ কিছু সুবিধা, যার অন্যতম হচ্ছে ব্লু টিক সাবস্ক্রাইবাররা টুইটার ব্যবহারের সময় সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকে অর্ধেক বিজ্ঞাপন দেখতে পাবেন।

লাইভ লোকেশন শেয়ারসহ নতুন ৪ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে

সেমিকন্ডাক্টর শিল্পে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ভর্তুকি আইন বাতিল চান ট্রাম্প

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে