Ajker Patrika
হোম > প্রযুক্তি

ফেসবুকে ও ইনস্টাগ্রামে আমাজনের ইন-অ্যাপ শপিং

অনলাইন ডেস্ক

ফেসবুকে ও ইনস্টাগ্রামে আমাজনের ইন-অ্যাপ শপিং

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ইন-অ্যাপ শপিং ফিচার নিয়ে এল আমাজন। এর ফলে অ্যাপগুলো থেকে আমাজনের বিভিন্ন পণ্য কিনতে পারবে গ্রাহকেরা। কোনো পণ্য পছন্দ হলে তা সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়া যাবে; আমাজনের ওয়েবসাইটে বা অ্যাপে ঢুকতে হবে না। 

ডিজরাপটিভ ডিজিটালের প্রধান নির্বাহী মরিস রাহমে প্রথম নতুন ফিচারটি লক্ষ করেন। গুগল অ্যাডস ও মেটার অংশীদার এই কোম্পানি। লিংকডইন প্ল্যাটফর্মে ফিচারটির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন রাহমে। 

আমাজনের মুখপাত্র ক্যালি জার্নিগান টেকক্রাঞ্চের প্রতিবেদককে এই ফিচার নিয়ে আসার তথ্য নিশ্চিত করেন। 

ফিচারটি সম্পর্কে যা জানা গেছে–

১. শুধু যুক্তরাষ্ট্রের গ্রাহকেরা বর্তমানে ফিচারটি  ব্যবহার করতে পারবে। এসব পণ্যের পরিবর্তনশীল মূল্য থাকবে। অর্থাৎ চাহিদার ওপর নির্ভর করে পণ্যের দাম কমবে ও বাড়বে। 
২. ফেসবুক ও ইনস্টাগ্রামে নির্দিষ্ট কিছু পণ্যের জন্য এই সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া পণ্যগুলো আমাজন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। আমাজন বা স্বতন্ত্র বিক্রেতার স্টোর এই পণ্যগুলো বিক্রি করবে। 
৩. এই ফিচার ব্যবহারের জন্য একবারই অ্যাকাউন্টগুলো লিংক করতে হবে। ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে খুব দ্রুত আমাজন অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা যাবে। 
৪. অ্যাকাউন্ট লিংক করা হয়ে গেলে বিজ্ঞাপন থেকে সহজেই আমাজনে পণ্যটি দেখা যাবে। এ জন্য ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাপ থেকে বের হতে হবে না। 
৫. ডিফল্ট শপিং অ্যাড্রেস ও পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে আমাজনে  দ্রুত পণ্য অর্ডার করা যাবে।

যুক্তরাজ্যে এআই কপিরাইট আইনের প্রতিবাদে ১ হাজার শিল্পীর অ্যালবাম প্রকাশ

বিনা মূল্যে ব্যবহার করা যাবে মাইক্রোসফট অফিস

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

গুগল মেসেজে পাঠানো যাবে এইচডি ছবি

জালিয়াতিতেও ব্যবহৃত হচ্ছে চ্যাটজিপিটি, অনেক অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ওপেনএআই

হোয়াটসঅ্যাপে লেখার সৌন্দর্য বাড়াবেন যেভাবে

রমজান মাসে প্রযুক্তির ব্যবহার

যে গ্রামের প্রায় সবাই ইউটিউবার

ভূমিকম্প প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার

টিকটকের মতো নিষিদ্ধ হতে পারে ডিপসিক