Ajker Patrika
হোম > প্রযুক্তি

বিং সার্চে এআইভিত্তিক যে সুবিধা যুক্ত করবে মাইক্রোসফট

বিং সার্চে এআইভিত্তিক যে সুবিধা যুক্ত করবে মাইক্রোসফট

বিং সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। বিং–এর নতুন এআইভিত্তিক সার্চ সুবিধা কাজে লাগিয়ে সহজেই নির্দিষ্ট বিষয়ের তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে থাকা তথ্যের সারসংক্ষেপ আলাদাভাবে জানা যাবে। 

এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, বিং-এর জেনারেটিভ সার্চ ফিচারটি ‘সার্চ ফলাফলের পেজের সঙ্গে জেনারেটিভ এআই ও লার্জ ল্যাংগুয়েজ মডেলের (এলএলএম) শক্তিকে একত্রিত করা হয়েছে। এর ফলে প্রশ্নের বিভিন্ন উত্তর সহজেই জানতে পারবে ব্যবহারকারীরা। যেমন: কোনো মুভির নাম দিয়ে বিং–এ সার্চ করা হলে মুভির তৈরির ইতিহাস, জেনার, উৎসসহ আরও বেশ কিছু তথ্য জানা যাবে। সেই সঙ্গে এআই দিয়ে তৈরি বিভিন্ন উত্তরও দেখা যাবে। 

সার্চ ফলাফলের সারসংক্ষেপটি কোনো ওয়েবসাইটের লেখা থেকে তৈরি করা হয়েছে তার লিংকও দেওয়া হবে। সার্চ ফলাফলের বাম পাশে বিষয়টি সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটও দেখা যাবে। 

গুগলের এআইভিত্তিক সার্চ ফলাফলের নিচে সাধারণ সার্চ ফলাফলগুলো দেখা যায়। তবে বিং সার্চের ক্ষেত্রে শুরুতেই অর্ধেক পেজ জুড়ে সাধারণ সার্চ ফলাফল দেখা যাবে। 

বর্তমানে কিছুসংখ্যক ব্যবহারকারীর জন্য এআইভিত্তিক সার্চ ফিচারটি  চালু করা হয়েছে। মাইক্রোসফট বলেছে, ধীরে ধীরে সকল ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে। সবার জন্য চালু করার আগে কোম্পানিটি আরও ‍সময় নেবে। অন্যদের প্রতিক্রিয়াও বিবেচনা করবে। 

প্রতিনিয়ত ইন্টারনেট থেকে বিভিন্ন কনটেন্ট সংগ্রহ করছে এআই। আর ওয়েবসাইটে প্রবেশের চেয়ে এআই দিয়ে তৈরি সারসংক্ষেপের দিকে বেশি ঝুঁকবে ব্যবহারকারীরা। এ সমস্যা সম্পর্কে কোম্পানিটি অবগত রয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। প্রকাশকদের ওয়েবসাইটের ট্রাফিকের ওপর এআই কেমন প্রভাব ফেলে তা পর্যবেক্ষণ করছে মাইক্রোসফট। 

গুগল ও আর্কের মতো সার্চ ইঞ্জিনে গত কয়েক মাসে এআইভিত্তিক সার্চ ফিচার যুক্ত করা হয়েছে। তবে পিৎজায় আঠা লাগানোর মতো বিভিন্ন ভুল ও হাস্যকর তথ্য দিতে দেখা গিয়েছে গুগলের এআই ফিচারটিকে। এই ঘটনার পর একটি একটি করে ভুল ফলাফলগুলো সরানোর জন্য কাজ করেছে গুগল। 

আর পায়ের আঙুল কেটে ফেললে আবার তা গজাবে–এমন ভুল তথ্য দেয় আর্ক সার্চ ইঞ্জিন।

৫ মিনিটের চার্জে ৫৬০ কিমি—টেসলার পর বিওয়াইডিকেও ছাড়িয়ে গেল আরেক চীনা কোম্পানি

সিনেমায় এআই ব্যবহার অনুমোদন করে অস্কারের নতুন নিয়ম

চেতনা–সম্পন্ন হয়ে উঠছে এআই, মনে করছে জেন–জি

চ্যাটজিপিটির ভদ্র ব্যবহারকারীরা ওপেনএআইকে কোটি টাকা খরচ করাচ্ছে!

মামলার কবলে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

দরিদ্র শিক্ষার্থীদের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখান শুভ

ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

স্কুলশিক্ষার্থীদের এআই শিক্ষা বাধ্যতামূলক করল চীন

টেসলার রাঁধুনি রোবট

ভিভোর নতুন স্মার্টফোন উন্মোচন