হোম > প্রযুক্তি

আকাশের ঠিকানায় চিঠি লিখো

ফিচার ডেস্ক

জেফ বেজোস প্রতিষ্ঠিত মহাকাশযাত্রী পরিবহন প্রতিষ্ঠান ব্লু অরিজিন। শিশুদের মহাকাশ সম্পর্কে জানাতে এবং আগ্রহ তৈরি করতে ২০১৯ সালে তিনি তৈরি করেন অলাভজনক সংস্থা ‘ক্লাব ফর দ্য ফিউচার’। এটি হাইস্কুল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও শিক্ষকেরাও সংস্থাটির সদস্য হতে পারবেন। এই ক্লাব মহাকাশে জীবনযাপন এবং কাজ করার সম্ভাবনা উন্মুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছে।

এই ক্লাবের আকর্ষণীয় বিষয় পোস্টকার্ড। এই কার্ডে শিক্ষার্থীরা তাদের পরিচয়ের সঙ্গে কিছু লিখে বা ছবি এঁকে পাঠাতে পারবে ক্লাব ফর দ্য ফিউচারের ঠিকানায়। এ জন্য তাদের ওয়েবসাইট থেকে পোস্টকার্ড তৈরি করতে একটি টেমপ্লেট ডাউনলোড করতে হয়। পোস্টকার্ড পাঠানোর নির্দেশিকা সেখানে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পোস্টকার্ডগুলো সংগ্রহ করার পর ব্লু অরিজিন তাদের রকেটে মহাকাশে পাঠায়। এরপর স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীরা পোস্টকার্ডগুলো খোলেন। সেগুলো পড়া হলে একটি সিল মেরে দেন। নির্দিষ্ট সময়ে পোস্টকার্ডগুলো আবারও পৃথিবীতে ফিরে এসে প্রেরকের ঠিকানায় চলে যায়।

ক্লাব ফর দ্য ফিউচারের প্রথম মিশনটি পরিচালনা করা হয় ২০১৯ সালের ডিসেম্বরে। সে সময় হাজার হাজার শিক্ষার্থীর পোস্টকার্ড মহাকাশে পাঠানো হয় এবং পরে ‘মহাকাশে উড়েছে’ সিল দিয়ে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ব্লু অরিজিনের জনসংযোগ পরিচালক ক্যাটলিন ডিট্রিচ বলেন, ‘আমরা পোস্টকার্ডগুলো মহাকাশে পাঠিয়ে দিই। পরবর্তী সময়ে স্ট্যাম্পসহ আবার প্রত্যেক শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।’

জেফ বেজোস বলেছেন, ‘আমাদের লক্ষ্য ভবিষ্যতের প্রজন্মকে মহাকাশের প্রতি আগ্রহী করে তোলা; যাতে ভবিষ্যতে তারা পৃথিবীর বাইরে জীবনযাপন এবং কাজ করার স্বপ্ন দেখতে পারে।’ এই পর্যন্ত ২২টি দেশের কয়েক হাজার শিশু পোস্টকার্ড পাঠিয়েছে ক্লাব ফর দ্য ফিউচারে।

মহাকাশে পোস্টকার্ড পাঠানোর উদ্যোগ ১৯৩১ সাল থেকে শুরু হয়েছিল। প্রথমবারের মতো ১০২টি চিঠি একটি রকেটে মহাকাশে পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মহাকাশচারীরা চাঁদ থেকে ফিরে আসার সময় পোস্টকার্ডে স্ট্যাম্প মেরেছিলেন।

সূত্র: ব্লু অরিজিন ওয়েবসাইট

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হবে, তবু ‘বিক্রি নয়’

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

স্মার্টফোনে বিশেষ ছাড় দিয়েও চীনে শীর্ষস্থান হারাল অ্যাপল

কর্মদক্ষতার বিচারে ৩৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা

সেকশন