Ajker Patrika
হোম > প্রযুক্তি

আলিবাবা–বাইদুকে চীনের জরিমানা

প্রযুক্তি ডেস্ক

আলিবাবা–বাইদুকে চীনের জরিমানা

আলিবাবা, বাইদু, জেডি ডটকমসহ বিভিন্ন সংস্থাকে জরিমানা করেছে চীনের বাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। আজ শনিবার টেক জায়ান্টদের এ জরিমানা করা হয়। কারণ হিসেবে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানগুলো ২০১২ সাল থেকে ৪৩টি চুক্তি পূরণ করতে ব্যর্থ হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এর সঙ্গে জড়িত উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর প্রত্যেককে বাংলাদেশি মুদ্রায় ৬৭ লাখ টাকা জরিমানা করা হবে। এটি চীনের ২০০৮ সালের অ্যান্টি–মনোপলি আইনের অধীনে সর্বোচ্চ পরিমাণ জরিমানা। এদিকে এ বিষয়ে আলিবাবা, বাইদু, জেডি ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

চীন ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্মগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিতে কাজ করছে। এ ক্ষেত্রে বলা হচ্ছে, একচেটিয়া বাজার সৃষ্টি ঠেকাতেই এমনটা করা হচ্ছে। এটি না করা হলে তথ্যের অপব্যবহার হওয়ার আশঙ্কা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের ঝুঁকি বেড়ে যায় বলে দাবি করছে চীনা সরকার। 

রয়টার্স বলছে, উল্লিখিত ৪৩টি চুক্তির মধ্যে প্রথমটি হয়েছিল ২০১২ সালে, বাইদুর সঙ্গে। সবশেষ চুক্তিটি হয় ২০২১ সালে। সেটি হয়েছিল বাইদুর একটি যানবাহন তৈরির কোম্পানির সঙ্গে। তাতে চীনের গাড়ি নির্মাতা একটি কোম্পানিও যুক্ত ছিল। 

এদিকে চীনা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের দাবি, ওই সব চুক্তি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা নির্মূল বা সীমাবদ্ধ করার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেনি।

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে দেখাবেন যেভাবে