প্রযুক্তি ডেস্ক
চলছে ইউরো ২০২০। করোনার কারণে গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে টুর্নামেন্টটি, সেটি এই ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে। পুরো বিশ্বের দর্শকদের মনোযোগ যেন এই বিশ্ব ফুটবলের অন্যতম টুর্নামেন্টের দিকে। তাই চীনা স্পনসর কোম্পানিগুলো তাদের গ্লোবাল গ্রাহকের কথা মাথায় রেখে এই টুর্নামেন্টে অন্যতম স্পনসর হয়েছে। এবার চারটি চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান ইউরো ২০২০–এর স্পনসর হয়েছে। এগুলো হলো হাইসেন্স, আলী পে, ভিভো এবং টিকটক।
চীনা স্মার্ট টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইসেন্স ইউরোপের বাজারসহ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকার গুরুত্বপূর্ণ বাজার ধরার জন্য খেলাধুলার দিকে ঝুঁকেছে। তারা এর আগে রাশিয়া বিশ্বকাপেও স্পনসর করেছিল। খেলার সময় টিভি খুললেই তাই মাঠের পাশে ও সংবাদ সম্মেলনের ব্যানারে হাইসেন্সের নানা রকম লোগো দেখা যায়। কিউএলইডি ও ইউএলইডি টিভির জন্য বিশ্বব্যাপী হাইসেন্সের সুনাম তৈরি হয়েছে।
চীনা স্মার্ট ফোন ব্র্যান্ড ভিভো গ্লোবাল বাজার ধরার জন্য বরাবরই আগ্রহী। তারা আইপিএল, বিশ্বকাপ ফুটবলে ইতিমধ্যে স্পনসর হয়েছে। এবার ইউরো ২০২০–এও তার ব্যতিক্রম হয়নি।