Ajker Patrika
হোম > প্রযুক্তি

ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট বুস্ট করার ফি বাড়ছে ৩০ শতাংশ 

অনলাইন ডেস্ক

ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট বুস্ট করার ফি বাড়ছে ৩০ শতাংশ 

ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট বুস্ট করার ফি ৩০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে মেটা। চলতি মাসের শেষের দিকে এই মূল্য বৃদ্ধি কার্যকর হবে বলে গতকাল এক ঘোষণায় জানায় কোম্পানিটি। 

তবে এই ফি বৃদ্ধি শুধুমাত্র অ্যাপলের ডিভাইসে থাকা ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দুই বছর আগে একই হারে অ্যাপ স্টোরের সার্ভিস চার্জ বাড়ায় অ্যাপল। সেই বর্ধিত ব্যয় এখন দুই প্ল্যাটফর্মের বিজ্ঞাপনদাতাদের ওপর চাপিয়ে দিল মেটা।

২০২২ সালে অ্যাপ স্টোরের সার্ভিস চার্জ ৩০ শতাংশ বাড়ায় অ্যাপল। অর্থাৎ ‘ইন অ্যাপ পারচেস’ বা অ্যাপ স্টোরের অ্যাপগুলোর কোনো অতিরিক্ত কনটেন্ট (বিশেষ করে বিজ্ঞাপন) বা সাবস্ক্রিপশন কেনা হলে তার ৩০ শতাংশ চার্জ হিসেবে কেটে নেয় অ্যাপল। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে মেটাকে লক্ষ করে নতুন এই চার্জ নির্ধারণ করে অ্যাপল। আর এখন এই ব্যয়ভার ইনস্টাগ্রাম ও ফেসবুকের বিজ্ঞাপনদাতাদের বহন করতে হবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে মেটা বলেছে, ছোট ব্যবসার মালিক ও ইনফ্লুয়েন্সারদের এসব আইওএস অ্যাপে পোস্ট বুস্ট করার ফি অ্যাপলের মাধ্যমে দিতে হবে। এই বিজ্ঞাপন ফির সঙ্গে অ্যাপলের ৩০ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে। কোনো ট্যাক্স বা কর প্রযোজ্য হলেও তা এই ফির সঙ্গে যুক্ত হবে। 

গ্রাহকেরা ফেসবুক ও ইনস্টাগ্রামের ওয়েবসাইট, ডেস্কটপ বা অ্যান্ড্রয়েড মোবাইল থেকেই পোস্ট বুস্ট করতে পারবে বলে জানিয়েছে মেটা। কোম্পানিটি আরও বলেছে, ‘আমাদের অ্যাপলের নির্দেশনা মেনে চলতে হবে, অথবা আমাদের অ্যাপ থেকে বুস্ট করা পোস্টগুলো সরিয়ে দিতে হবে। তবে আমরা বুস্ট করার সুবিধা সরিয়ে ফেলতে চাই না। কারণ এর মাধ্যম প্রচারের গুরুত্বপূর্ণ উপায় থেকে বঞ্চিত হয় ছোট ব্যবসাগুলো এবং এগুলো ক্ষতির সম্মুখীন হতে পারে।’ 

এছাড়া আইওএস অ্যাপের মাধ্যমে পোস্ট বুস্টের জন্য প্রিপেইড ফান্ড বা তহবিল রাখতে হবে এবং পোস্ট বুস্টের আগেই এই ফান্ডের জন্য অর্থ পরিশোধ করতে হবে। এই প্রিলোডিং ফান্ডের মাধ্যমে অ্যাপলের ট্রানজেকশন ফি পরিশোধ করতে মেটা অতিরিক্ত ৩০ শতাংশ অর্থও কেটে নেবে। বুস্টের জন্য এই অর্থ পরিশোধনের পদ্ধতি যুক্তরাষ্ট্র প্রথমে শুরু হবে। চলতি বছরের মধ্যে এই পদ্ধতি অন্যান্য দেশেও চালু করা হবে। 

অ্যাপলের মুখপাত্র অ্যাডাম ডেমা বলেন, অ্যাপগুলোর মাধ্যমে ডিজিটাল পণ্য ও সেবা কেনার জন্য ইন অ্যাপ পারচেজ ব্যবহার আগেই থেকেই প্রচলিত ছিল। বুস্টিংয়ের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পোস্ট বা প্রোফাইলের প্রচার বাড়ানোর জন্য অর্থ ব্যয় করতে হয়। আর এটি একটি ডিজিটাল সেবা, তাই অবশ্যই ইন অ্যাপ পারচেস পদ্ধতি প্রয়োজন। এটি সবসময় ছিল ও অনেক অ্যাপ এটির ব্যবহার ভালোভাবে করছে। 

সাম্প্রতিক সময়ে অ্যাপল এর নতুন নীতিগুলোর বিরুদ্ধে সমালোচনা করেছে এমন অনেক কোম্পানিগুলোর মধ্যে মেটা অন্যতম। যুক্তরাষ্ট্রে বিকল্প অর্থ প্রদানের পদ্ধতিতে ২৭ শতাংশ ট্যাক্স প্রবর্তন করার পর অ্যাপল ইউরোপীয় ইউনিয়নের ডেভেলপারদের অ্যাপগুলো বিকল্প অ্যাপ স্টোরে রাখার অনুমতি দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছে। তবে এজন্য নতুন ‘কোর টেকনোলজি ফি’ দিতে হবে ডেভেলপারদের।

হোয়াটসঅ্যাপে লেখার সৌন্দর্য বাড়াবেন যেভাবে

রমজান মাসে প্রযুক্তির ব্যবহার

যে গ্রামের প্রায় সবাই ইউটিউবার

ভূমিকম্প প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার

টিকটকের মতো নিষিদ্ধ হতে পারে ডিপসিক

শুরু হলো হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫

জিমেইলে অথেনটিকেশনের জন্য এসএমএস কোড বাদ দেবে গুগল

ইতিহাসে বৃহত্তম ডিজিটাল চুরি, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের ১৫০ কোটি ডলার উধাও

ইশারা ভাষা শেখাবে এআই

স্যাটেলাইট ইন্টারনেটের বাজার দখলে চীন-মাস্ক দ্বৈরথ