Ajker Patrika
হোম > প্রযুক্তি

ভুয়া ছবি শনাক্তে নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক

ভুয়া ছবি শনাক্তে নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ

বন্ধু, পরিবার এবং সহকর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য অন্যতম সেরা প্ল্যাটফর্ম হলো ইনস্ট্যান্ট মেসেজিং হোয়াটসঅ্যাপ। তবে প্রচুর পরিমাণে মিথ্যা বা ভুয়া তথ্য এর মাধ্যমে ছড়ায়। কোম্পানিটি ভুয়া ছবি ও বার্তা প্রতিরোধ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়া ভুয়া ছবি এখন প্ল্যাটফর্মে অনেক ছড়িয়ে পড়ছে। তাই এই ধরনের ভুয়া ছবি শনাক্তের জন্য হোয়াটসঅ্যাপে নতুন ‘সার্চ অন ওয়েব’ ফিচার যুক্ত করেছে মেটা।

নতুন ফিচারটি মাধ্যমে হোয়াটসঅ্যাপ থেকেই ভুয়া ছবি শনাক্ত করা যাবে। গুগল লেন্সের রিভার্স ইমেজ সার্চ টুল ব্যবহার করে ফিচারটি কাজ করবে। নতুন অপশনটি খুঁজে পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে থাকা কোন ছবিতে ট্যাপ করতে হবে। এরপর ওপরের দিকে থাকা তিন ডট বাটনে ট্যাপ করতে হবে। এই ফিচারের ফলে ব্রাউজার খোলার প্রয়োজন নেই।

ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বর্তমানে নিদির্ষ্ট বেটা সংস্করণের ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে পারবে।

গত মাসে ফোন নম্বর ব্যবস্থাপনার জন্য ‘ম্যানেজ কন্টাক্ট’ ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অ্যাপের মধ্যেই কন্টাক্ট বা ফোন নম্বর সংরক্ষণ করতে দেবে এই ফিচার। ফলে ফোন হারিয়ে গেলেও ফলে প্রয়োজনীয় কন্টাক্ট হারিয়ে যাবে না।

ভবিষ্যতে ইউজারনেম সিস্টেম চালু করবে হোয়াটসঅ্যাপ। ফিচারটি এই সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা ব্যবহারকারীদের ফোন নম্বর শেয়ার না করেই সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। এ ছাড়া এই ফিচার ব্যবহারকারীর গোপনীয়তা বাড়ানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

জিবলি ঝড়ে হিমশিম চ্যাটজিপিটি, ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারী

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে

ভ্রমণ পরিকল্পনায় সাহায্যের জন্য নতুন এআই ফিচার চালু করল গুগল

চ্যাটজিপিটিতে তোলপাড় তুলেছে জিবলি, কপিরাইট নিয়ে উদ্বেগ

টিকে থাকার লড়াই উতরে ১১৮ বিলিয়ন ডলার আয় করল চীনা হুয়াওয়ে

টিকটকের মতো ইনস্টাগ্রামেও ফাস্ট ফরোয়ার্ড হবে রিলস

ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে

চ্যাটজিপিটি ছাড়া স্টুডিও জিবলি স্টাইলের ছবি বিনা মূল্যে তৈরি করবেন যেভাবে

টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের শুল্ক কমাবেন ট্রাম্প