Ajker Patrika
হোম > প্রযুক্তি

ব্রাজিলে বন্ধ এক্স চালু করতে দিতে হবে ৫০ লাখ ডলার জরিমানা

ব্রাজিলে বন্ধ এক্স চালু করতে দিতে হবে ৫০ লাখ ডলার জরিমানা

ব্রাজিলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) সেবা পুনরায় চালু করার জন্য ৫ মিলিয়ন ডলার বা ৫০ লাখ ডলারের বেশি জরিমানা পরিশোধ করতে হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এই জরিমানার মধ্যে নতুন একটি জরিমানা অন্তর্ভুক্ত রয়েছে, যা আদালতের একটি নথিতে উল্লেখ করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

গত সপ্তাহের শুরুতে ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন প্রতিষ্ঠানটি আদালতে জানিয়েছিল, তারা ভুয়া তথ্য ছড়ানো বন্ধের নির্দেশনা মেনে চলেছে এবং প্ল্যাটফরমটির ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠানোর আবেদন করেছে। 

তবে বিচারক অ্যালেক্সান্দ্রে ডি মোরায়েস শুক্রবার একটি রায় প্রদান করে জানান যে, এক্স এবং এর আইনগত প্রতিনিধি ব্রাজিলে আদালতের দ্বারা নির্ধারিত মোট ১ কোটি ৮৩ লাখ ব্রাজিলিয়ান রেইস (৩৪ লাখ ডলার) জরিমানা পরিশোধ করতে হবে। 

বিচারকের সিদ্ধান্তে বলা হয়েছে, আদালত এক্স এবং স্টারলিংকের ব্রাজিলের অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে জব্দ করা সম্পদ ব্যবহার করতে পারে। তবে এর জন্য মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট কোম্পানিটিকে তহবিলে জব্দের বিরুদ্ধে চলমান আপিল প্রত্যাহার করতে হবে। 

গত সপ্তাহে একটি সংক্ষিপ্ত সময়ের জন্য ব্রাজিলের কিছু ব্যবহারকারীর এক্স ব্যবহার করতে পারায় এই নতুন জরিমানা যুক্ত করেছেন বিচারক মোরায়েস। এ জন্য এক্সকে আরও ১ কোটি ব্রাজিলিয়ান রেইস (১৮ কোটি ডলার) জরিমানা দিতে হবে। 

তবে এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি এক্স। 

এক্সের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র অনুযায়ী, প্রযুক্তি কোম্পানিটি সম্ভবত সব জরিমানা পরিশোধ করবে। তবে প্ল্যাটফরম নিষেধাজ্ঞার পর আদালতের আরোপিত অতিরিক্ত ১ কোটি ব্রাজিলিয়ান রেইস জরিমানার বিরুদ্ধে আপিল করার বিষয়ে বিবেচনা করবে। 

আগস্টের শেষ থেকে ব্রাজিলে এক্সের কার্যক্রম বন্ধ রয়েছে, যা এর বৃহত্তম এবং সবচেয়ে কাঙ্ক্ষিত বাজারগুলোর মধ্যে একটি। বিচারক মোরেস রায় দিয়েছেন যে, এক্সে বিদ্বেষমূলক পোস্ট সীমিত এবং যথাসময়ে স্থানীয় আইনগত প্রতিনিধি নিযুক্ত করার নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হয়েছে। 

মাস্ক নির্দেশনাগুলোকে সেন্সরশিপ হিসেবে নিন্দা করেছিলেন এবং মোরায়েসকে ‘স্বৈরশাসক’ হিসেবে অ্যাখ্যা দেন। তবে গত সপ্তাহে পিছিয়ে আসে এক্স এবং আদালতের রায় মেনে চলবে বলে জানায়। 

এক্সের আইনজীবীরা জানান, প্ল্যাটফরমটি একটি স্থানীয় প্রতিনিধি নিয়োগ করেছে এবং আদালতের রায় মেনে চলবে। 

শুক্রবারের সিদ্ধান্তে মোরায়েস বলেন, এক্স আদালতের নির্দেশ অনুযায়ী এখন অ্যাকাউন্ট ব্লক করেছে এবং ব্রাজিলে প্রয়োজনীয় আইনগত প্রতিনিধি নিযুক্ত করেছে।

চ্যাটজিপিটিকে ধন্যবাদ জানালেও খরচ হয় কোটি টাকা!

মামলার কবলে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

দরিদ্র শিক্ষার্থীদের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখান শুভ

ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

স্কুলশিক্ষার্থীদের এআই শিক্ষা বাধ্যতামূলক করল চীন

টেসলার রাঁধুনি রোবট

ভিভোর নতুন স্মার্টফোন উন্মোচন

এআই চিপে মার্কিন নির্ভরতা কমছে চীনের, বাজার ধরছে হুয়াওয়ে

ল্যাপটপ বাজারে আনল মটোরোলা

এক্সের মতো যে ফিচার আনছে টিকটক