অনলাইন ডেস্ক
প্রায় প্রতিটি বড় সামাজিক নেটওয়ার্ক ও ডিজিটাল প্ল্যাটফর্ম তাদের পণ্যে নতুন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করছে। একই পথে হাঁটছে পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইনও। এখন লিংকডইনে এআই ব্যবহার করে কভার লেটার তৈরি করা যাবে। এ ছাড়া প্ল্যাটফর্মটির অভ্যন্তরে চাকরি খোঁজার পদ্ধতিও সহজ করা হচ্ছে।
লিংকডইনে চাকরি খোঁজার জন্য বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে হয়। তবে এখন নতুন ফিচারের মাধ্যমে এআইকে বিভিন্ন নির্দেশনা দিয়ে সে অনুযায়ী চাকরি খুঁজে দেবে টুলটি। যেমন: প্রযুক্তি বিষয়ক সাংবাদিকতা নিয়ে একটি চাকরি খুঁজে দাও–এমন নির্দেশনা দিয়ে চাকরি খোঁজা যাবে। পছন্দের মতো চাকরি খুঁজে দেওয়ার পাশাপাশি চাকরিতে আবেদনের যোগ্যতা রয়েছে কিনা তাও জানিয়ে দেয়া হবে।
এ ছাড়া আপনার সিভি আপলোড করলে এর ভুল–ত্রুটি বের করে দিতে পারবে লিংকডইন। কভার লেটারসহ একটি ইন্ট্রোডাকশন লেটার লিখিয়ে নিতে পারবেন। এআই ক্যারিয়ারও কোচ প্ল্যাটফর্মটিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে লিংকডইন।
কোম্পানিটি বলছে, চাকরি খোঁজার নতুন টুল সম্পর্কে বিস্তারিত তথ্য কিছুদিন পর জানানো হবে। তবে এইভাবে সার্চ করার বিষয়টি আলোচনা–সমালোচনার
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে লিংকডইন পণ্যের প্রধান বলেন, এআইকে নিয়ে প্রথমবারের মতো কাজ করছে না কোম্পানিটি। ২০০৭ সাল থেকেই এআই প্রযুক্তি তৈরি করছে। তবে সেসময় বেশি উন্নত প্রযুক্তি তাদের কাছে ছিল না। এখন ওপেনএআইয়ের এআই প্রযুক্তিও তাদের হাতের নাগালে এসেছে। কারণ ওপেনএআইয়ের বড় বিনিয়োগকারী হলো লিংকডইনের মূল কোম্পানি মাইক্রোসফট।
লিংকডইনের পণ্য ম্যানেজার রোহার রাজিব বলেন, যাদের নিজের কথা প্রকাশ করতে বেগ পেতে হয়, স্ক্রিনের দিকের তাকিয়ে লেখার কিছু খুঁজে পান না তাদের পথ সহজ করতে আমরা চেষ্টা করছি।